গভীর কুয়ো পড়ে যাওয়া একরত্তি মেয়েটিকে তুলে নিয়ে এসেছিলেন বিপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা। কাদায় মাখা শরীরে তখনও শ্বাসটুকু বাকি ছিল। কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়া পথেই মৃত্যু হল বছর পাঁচেকের মেয়েটির। গত কাল রাজস্থানের শিকার জেলার পর আজ পটনা। গত কাল রাজস্থানে ৫০ ফুট গভীর কুয়োয় পড়ে গিয়েছিল বছর সাতেকের একটি মেয়ে। তাকে নিরাপদে উদ্ধার করা গেলেও, আজ সকালে পটনার মণ্ডল কলোনিতে তা সম্ভব হয়নি। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর ডেপুটি কমিশনার এ কে ঝা জানান, ঘণ্টাপাঁচেক কুয়োর নীচের কাদায় আটকে ছিল মেয়েটি। অনেক কসরতের পর তাকে বেহুঁশ অবস্থায় তুলে আনা হয়। কিন্তু শেষরক্ষা করা যায়নি। উল্লেখ্য, কয়েক বছরের মধ্যে দেশের বিভিন্ন প্রান্তে গভীর কুয়োর শিশুদের পড়ে যাওয়া ঘটনা ঘটেছে। প্রাণহানিও হয়েছে অনেক। কিন্তু কুয়ো বুজিয়ে দেওয়ার আশ্বাস প্রশাসনের তরফে দেওয়া হলেও, কাজের কাজ কিছু হয়নি।