Advertisement
২৬ এপ্রিল ২০২৪

প্রসারভারতীর নিরপেক্ষতা চায় কমিশন

নির্বাচনের মুখে সংবাদ পরিবেশনার ক্ষেত্রে যাতে কোনও পক্ষপাতিত্ব না-করা হয়, সেই মর্মে আজ প্রসারভারতীকে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত। গোটা দেশ থেকে বাছাই করা বেতার-দূরদর্শনের সাংবাদিকদের নিয়ে আজ একটি কর্মশালার আয়োজন করেছিল প্রসারভারতী।

নিজস্ব সংবাদদাতা
নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০১৪ ১৯:৫৫
Share: Save:

নির্বাচনের মুখে সংবাদ পরিবেশনার ক্ষেত্রে যাতে কোনও পক্ষপাতিত্ব না-করা হয়, সেই মর্মে আজ প্রসারভারতীকে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচন কমিশনার ভি এস সম্পত। গোটা দেশ থেকে বাছাই করা বেতার-দূরদর্শনের সাংবাদিকদের নিয়ে আজ একটি কর্মশালার আয়োজন করেছিল প্রসারভারতী।

সেই কর্মশালায় বক্তৃতা দিতে গিয়েই আজ মুখ্য নির্বাচন কমিশনার সম্পত বললেন, নির্বাচনী প্রক্রিয়াকে সুষ্ঠু ভাবে তুলে ধরার জন্য ন্যায়নিষ্ঠ এবং পক্ষপাতহীন সাংবাদিকতার প্রয়োজন। সেই সঙ্গেই তাঁর অনুরোধ, নির্বাচনী আচরণবিধি চালু হওয়ার পর মানুষের মধ্যে সে ব্যাপারে চেতনা গড়ে তোলার জন্য দূরদর্শন ও বেতারের সাংবাদিকরা যেন সক্রিয় হন। এ ব্যাপারে কোনও ভুল-ত্রুটি হলে সাংবাদিকরা যেন অবিলম্বে তা নির্বাচন কমিশনের নজরে আনেন।

রাজনৈতিক সূত্রের মতে, বিষয়টি অভিনব। সরকারি চ্যানেলের সাংবাদিকদের ডেকে কোনও দলের হয়ে কাজ না-করার ব্যাপারে সাবধান করেছেন নির্বাচন কমিশনার। কিছু দিন আগে দিল্লিতে বিধানসভা ভোটের দিন আদর্শ আচরণবিধি লঙ্ঘন করে কমিশনের কোপে পড়েছিল দূরদর্শন তথা তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

এ ব্যাপারে প্রসারভারতীর কাছে ব্যাখ্যাও চাওয়া হয়। প্রসারভারতীর পক্ষ থেকে জানানো হয়েছিল, দূরদর্শন তাদের অধীন হলেও খবর প্রচারের ক্ষেত্রে প্রসারভারতীর কোনও কথাই খাটে না। কারণ গোটা বিষয়টি নিয়ন্ত্রণ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রক।

সামনেই ভোটের মরসুম আসছে। প্রসারভারতীর আশঙ্কা, ভোট যত এগিয়ে আসবে, দলীয় স্বার্থে খবর সম্প্রচার করার ঘটনা ততই বাড়বে। তাই এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য তথ্য ও সম্প্রচার মন্ত্রককে পরামর্শ দিয়েছেন প্রসারভারতীর সিইও জহর সরকার।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

election commission
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE