পঞ্জাবের একটি কলেজের বার্ষিক সমাবর্তনে গিয়ে নিজের ছেলের শ্বশুরবাড়ি নিয়ে বেফাঁস মন্তব্য করে বসলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ সিংহ বাদল। মুখ্যমন্ত্রী বলেন, ‘‘মাজিঠিয়া পরিবারকে রাজ্য সরকার ক্ষমতা সংক্রান্ত সব রকম সাহায্য করেছে।’’ প্রসঙ্গত, মুখ্যমন্ত্রীর ছেলে সুখবীর সিংহ বাদলের শ্বশুর সত্যজিৎ সিংহ মাজিঠিয়া নিজেই ওই কলেজের পরিচালন পর্ষদের প্রেসিডেন্ট। সুখবীরের স্ত্রী ও শ্যালক দু’জনেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক পদে রয়েছেন। অতীতে আর্থিক তছরুপের অভিযোগ উঠেছিল মাজিঠিয়া পরিবারের বিরুদ্ধে। এ দিনের অনুষ্ঠানে এই মন্তব্য করায় হতবাক সেখানে উপস্থিত কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি-সহ অন্যান্য অতিথিরাও।