বৈবাহিক ধর্ষণকে অপরাধ তকমা দেওয়া নিয়ে আলোচনা শুরু করতে আইন কমিশনকে নির্দেশ দিয়েছে কেন্দ্র। মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রী মেনকা গাঁধী রাজ্যসভায় এক লিখিত জবাবে এ কথা জানিয়েছেন। এক সময়ে সব ধর্ষণকেই অপরাধের তালিকাভুক্ত করার পক্ষে সওয়াল করেছিলেন মেনকাই। পরে আবার তিনি বলেন, ‘‘বৈবাহিক ধর্ষণের ধারণাটি ভারতীয় সমাজের সঙ্গে খাপ খায় না।’’ এই মন্তব্যে স্বভাবতই বিতর্ক শুরু হয়। বৃহস্পতিবার তিনি জানিয়েছেন, মহিলাদের নিরাপত্তা নিয়ে কিছু সুপারিশ করেছে পাম রাজপুত কমিটি। তার মধ্যে বৈবাহিক ধর্ষণকে অপরাধ তকমা দেওয়ার বিষয়টিও রয়েছে।