Advertisement
E-Paper

মোদীকে ফেসবুকে শুভেচ্ছা নীতীশের, ব্যাখ্যা ইস্তফার

ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে নয়, ফেসবুকে অভিনন্দন জানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। একই সঙ্গে কেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন, তার ব্যাখ্যাও দিলেন। দীর্ঘদিন বাক্যালাপ নেই দু’জনের মধ্যে। এমনকী কেউ কারও নাম পর্যন্ত মুখে আনেন না।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০৩:২৭

ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোনে নয়, ফেসবুকে অভিনন্দন জানালেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।

একই সঙ্গে কেন তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ালেন, তার ব্যাখ্যাও দিলেন।

দীর্ঘদিন বাক্যালাপ নেই দু’জনের মধ্যে। এমনকী কেউ কারও নাম পর্যন্ত মুখে আনেন না। ভাবী প্রধানমন্ত্রীর জন্য তিনি এনডিএ পর্যন্ত ত্যাগ করেছেন। নির্বাচনী ফলাফলে সাংসদের সংখ্যা ২০ থেকে ২-এ নেমে এসেছে। মানুষের সমর্থন না মেলায় তিনি মুখ্যমন্ত্রীর পদও ছাড়লেন। ফেসবুকে সেই কথা জানিয়ে এই প্রাক্তন মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে নতুন বিহার গড়ার স্বপ্ন দেখালেন।

নীতীশ এ দিন ফেসবুকে মোদীর উদ্দেশে লেখেন, ভোটের ফলাফলকে আমি আগেই সম্মান জানিয়েছি। নরেন্দ্র মোদীর জয় এবং তিনি প্রধানমন্ত্রী মনোনীত হওয়ায় তাঁকে শুভকামনা এবং ধন্যবাদ জানাই।

মুখ্যমন্ত্রীর পদ ছাড়ার পরে রাজ্যবাসীকে নীতীশ লিখেছেন, আজ আপনাদের সামনে আমি অন্য ভূমিকায় এসেছি। আপনাদের সহযোগিতা এবং সমর্থনের জোরে আমরা নিষ্ঠার সঙ্গে বিহারের সেবা করেছি। আমাদের দল এবং সরকারের একটাই স্বপ্ন, বিহারের সমৃদ্ধি। আমাদের সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল আইনশৃঙ্খলা ফিরিয়ে আনা। সেটা আমরা করেছি। উন্নয়নের সঙ্গে পদক্ষেপ করেছি সামাজিক সদ্ভাব বজায় রাখার। এতে বিহারে শান্তি এবং ভ্রাতৃত্বসুলভ পরিবেশ তৈরি হয়েছে।

তিনি লিখেছেন, সকলে মিলে বিহারের মর্যাদাকে একটা নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার কথা। বিহারের অনেক গ্রামে এখন বিদ্যুত্‌ পৌঁছনোর কাজ তরান্বিত হয়েছে বলে তিনি জানিয়েছেন। স্কুল এবং প্রাথমিক চিকিত্‌সা কেন্দ্রের পরিষেবা আগের থেকে ভাল হয়েছে। রাস্তা এবং বড় বড় সেতু তৈরি হয়েছে।

বিহারবাসীর উদ্দেশে প্রাক্তন মুখ্যমন্ত্রী লিখেছেন, ২০০৫-এ আপনারা ক্ষমতায় এনেছেন। শেষ আট বছরে সততা এবং পরিশ্রমের মধ্যে দিয়ে সেবা করেছি। রাজনৈতিক সংঘর্ষের পরে আমরা আপনাদের বিশ্বাস জয় করতে পেরেছি। লোকসভা নির্বাচনে আমাদের কথা আপনাদের সামনে রেখেছি। দেশ এবং বিহারের উন্নয়নের কথা বলেছি। পদের জন্য কখনও ভাবিনি। সরকারের কাজের নিরিখে মজুরি চেয়েছি। নির্বাচনী ফলাফল আসার পরে দেখলাম সেই মজুরি আমরা পাইনি। আপনাদের বিশ্বাস নতুন করে অর্জন করার প্রয়োজন আছে। সেই নৈতিকতার কারণে মুখ্যমন্ত্রীর পদ ছাড়লাম।

নতুন মুখ্যমন্ত্রী সম্পর্কে নীতীশের মন্তব্য, জিতনরাম মাঁজির কর্মক্ষমতার উপর আমাদের বিশ্বাস আছে। তিনি মন্ত্রীপরিষদের সহযোগিতা নিয়ে বিহারের জন্য নিষ্ঠার সঙ্গে কাজ করবেন। আমার বিশ্বাস, বিহারবাসী পূর্ণ সহযোগিতা করবেন। আমি মুখ্যমন্ত্রীর পদ ছাড়লেও দায়িত্ব ছাড়িনি। এই জন্য বিহার এবং দেশের উন্নয়নে আপনাদের সহযোগিতা চাইছি। আমরা আপনাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করব এবং যে সমর্থন পাব তা মেনে নেব। সুবিধা এবং পদের জন্য রাজনীতি করিনি। সিদ্ধান্তের রাজনীতি আমাদের শক্তি এবং প্রেরণা দেয়।

তাঁর নীতি যে স্পষ্ট, তা বোঝাতে নীতীশ লিখেছেন, আমার জীবন এক খোলা বই। আমি মিথ্যে বা বাজারনীতির জোরে আপনাদের বিশ্বাস অর্জনের চেষ্টা করিনি। আমি যেমন আছি তা আপনাদের সামনে আছি। আমার বিশ্বাস আপনারা অপপ্রচার এবং বিভ্রান্তির জন্য নিজেদের মনোভাব পাল্টাবেন না। বিশ্বাসের জোরে আমরা সকলে মিলে নতুন বিহার তৈরির স্বপ্ন সফল করব।

modi nitish kumar wish facebook
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy