Advertisement
১৮ এপ্রিল ২০২৪

লালুর প্রতিবেশী হচ্ছেন নীতীশ

মুখ্যমন্ত্রী-নিবাস ছাড়ছেন নীতীশ কুমার। সাড়ে আট বছর পর ১ নম্বর অ্যানে মার্গের পরিবর্তে নীতীশের ঠিকানা হতে চলেছে ৭ নম্বর সার্কুলার রোড। প্রাক্তন মুখ্যমন্ত্রী-দম্পতি লালুপ্রসাদ-রাবড়ীর প্রতিবেশী হতে যাচ্ছেন নীতীশ। তাঁদের ঠিকানা সার্কুলার রোডের ১০ নম্বর বাংলো।

স্বপন সরকার
পটনা শেষ আপডেট: ২২ মে ২০১৪ ০৩:৩৪
Share: Save:

মুখ্যমন্ত্রী-নিবাস ছাড়ছেন নীতীশ কুমার। সাড়ে আট বছর পর ১ নম্বর অ্যানে মার্গের পরিবর্তে নীতীশের ঠিকানা হতে চলেছে ৭ নম্বর সার্কুলার রোড। প্রাক্তন মুখ্যমন্ত্রী-দম্পতি লালুপ্রসাদ-রাবড়ীর প্রতিবেশী হতে যাচ্ছেন নীতীশ। তাঁদের ঠিকানা সার্কুলার রোডের ১০ নম্বর বাংলো।

তবে এই বাংলোটি ঠিকঠাক করতে সময় লাগবে। তার আগে নীতীশের অস্থায়ী ঠিকানা হচ্ছে ২এম স্ট্র্যান্ড রোড। নীতীশ সরকারের প্রাক্তন সমাজকল্যাণ মন্ত্রী পরভিন আমানুল্লা এই বাংলোয় থাকতেন। তিনি পদত্যাগ করায় সেটি খালিই পড়েছিল। নীতীশ কুমার বিধান পরিষদের সদস্য হওয়ার কারণে পরিষদের চেয়ারম্যান অবধেশ নারায়ণ সিংহ প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য নতুন বাংলো বরাদ্দের নির্দেশ দেন। আবাসন ও নির্মাণ দফতরের এস্টেট অফিসার বিনোদ চৌধুরী বলেন, “ইতিমধ্যে অস্থায়ী ঠিকানায় নীতীশ কুমারের প্রয়োজনীয় জিনিসপত্র সরানোর কাজ শুরু হয়েছে। স্ট্র্যান্ড রোডের বাংলোটি খালিই ছিল। পরিষ্কারের কাজ চলছে। আশা করছি এই সপ্তাহের মধ্যেই তিনি মুখ্যমন্ত্রী-নিবাস খালি করে স্ট্র্যান্ড রোডের বাংলোয় চলে যাবেন।” পরে সার্কুলার রোডের বাংলোর প্রয়োজনীয় সংষ্কারের কাজ শেষ হয়ে গেলে তিনি পাকাপাকি ভাবে সেখানে সরে যাবেন।

গত তিন ধরে প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য উপযুক্ত বাংলোর খোঁজ চলছিল। স্ট্র্যান্ড রোডে প্রথমে তিনটি বাংলো দেখা হয়। সেগুলি নানা কারণে আবাসন দফতরের অফিসাররা বাতিল করেন। নীতীশের উপযুক্ত বাংলোর খোঁজ না মেলায় শেষ পর্যন্ত মুখ্যসচিব নিজেই তাঁর বাংলোটি ছেড়ে দেওয়ার প্রস্তাব দেন। উল্লেখ্য, ৭ নম্বর সার্কুলার রোডের বাংলোয় থাকেন মুখ্যসচিব। শেষ পর্যন্ত এই বাংলোটিই প্রাক্তন মুখ্যমন্ত্রীর জন্য বরাদ্দ করা হয়। ছ’টি ঘর এবং দু’টি বড় হল ঘর রয়েছে এই বাংলোয়। এ ছাড়াও সামনে-পিছনে রয়েছে সবুজ লন, বাগান। মুখ্যসচিব সরে যাচ্ছেন ১১ নম্বর স্ট্র্যান্ড রোডের বাংলোয়। মুখ্যমন্ত্রী-নিবাসের আয়তন ২৫ হাজার বর্গ ফুট। সার্কুলার রোডের বাংলোর আয়তন ১৯ হাজার বর্গ ফুট। প্রাক্তন মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমার সরকারি খরচে বাংলো ছাড়াও পাবেন বুলেটপ্রুফ গাড়ি, পাইলট গাড়ি, স্বাস্থ্য পরিষেবা, বিদ্যুতের খরচ এবং পাঁচ জন নিরাপত্তা কর্মী। নীতীশ কুমার প্রাক্তন হয়ে যাওয়ায় তিনি এখন লালু প্রসাদ বা রাবড়ী দেবীই শুধু নয়, জগন্নাথ মিশ্র, রাম সুন্দর দাসদের মতো প্রাক্তন মুখ্যমন্ত্রীদের সঙ্গে একই বন্ধনীতে চলে এলেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE