Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Pakistani lawmaker

‘আমরা ঘুমোলে ভাইরাসও ঘুমিয়ে পড়ে’, পাকিস্তানে নেতার বক্তব্য শুনে হাসির রোল সোশ্যাল মিডিয়ায়

‘চিকিত্সকরা নাকি তাঁকে বলেছেন, বেশি করে ঘুমোতে। কারণ আমরা যখন ঘুমোই, ভাইরাসও ঘুমিয়ে পড়ে। আর আমরা ঘুমোলে ভাইরাস যদি ঘুমিয়ে পড়ে, তবে আমরা মারা গেলে ভাইরাস কি মারা যাবে না?’

ফজল-উর-রহমান। টুইটার থেকে নেওয়া ছবি।

ফজল-উর-রহমান। টুইটার থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
ইসলামাবাদ শেষ আপডেট: ১৬ জুন ২০২০ ১৭:১৫
Share: Save:

এখনও করোনাভাইরাসের প্রতিষেধক, টিকা— কিছুই বাজারে আসেনি। কিন্তু ভাইরাসকে কাবু করার উপায় বাতলে দিলেন পাকিস্তানের এক রাজনৈতিক নেতা। তাঁর দাবি, আমরা যখন ঘুমিয়ে থাকি ভাইরাসও নাকি ঘুমিয়ে পড়ে। ক্ষতি করে না আমাদের। তাঁর এই মন্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো হাসাহাসি শুরু করেছেন নেটাগরিকরা।

পাকিস্তানের সাংবাদিক নায়লা ইনায়ত রবিবার তাঁর ভেরিফায়েড টুইটার হ্যান্ডলে ভিডিয়োটি শেয়ার করেছেন। সেখানে দেখা যাচ্ছে, পাকিস্তানের জামিয়াত উলেমা-ই-ইসলামের নেতা ফজল-উর-রহমান একটি প্রকাশ্য জায়গায় বক্তব্য রাখছেন। তাঁর পিছনে কয়েকজন দাঁড়িয়ে রয়েছেন, তাঁদের এক জনের মুখে মাস্ক। তাই মনে করা হচ্ছে, এটি সম্প্রতিক কোনও ভিডিয়ো। আর ফজল করোনাভাইরাস প্রসঙ্গেই একথা বলছেন।

ফজল পাকিস্তানের পঞ্চম বৃহত্তম দল জামিয়াত উলেমা-ই-ইসলামের সভাপতি। তাঁর দল ২০১৩ সালের ন্যাশনাল অ্যাসেম্বলি ইলেকশনে ২৭২টি মধ্যে ১৫টি আসন জিতেছিল। সেই ফজল অতিমারির আকার নেওয়া করোনাভাইরাস নিয়ে এমন মন্তব্য করলেন যে তাঁকে নিয়ে মিম পর্যন্ত তৈরি হতে শুরু করেছে সোশ্যাল মিডিয়ায়।

আরও পড়ুন: প্রেমিক ছেড়ে গিয়েছে, সেই দুঃখে মদ্যপ মহিলার কাণ্ডে বিপদে পড়ল গোটা বিমান

ভিডিয়োতে ফজলকে বলতে শোনা যাচ্ছে, ‘চিকিত্সকরা নাকি তাঁকে বলেছেন, বেশি করে ঘুমোতে। কারণ আমরা যখন ঘুমোই, ভাইরাসও ঘুমিয়ে পড়ে। আর আমরা ঘুমোলে ভাইরাস যদি ঘুমিয়ে পড়ে, তবে আমরা মারা গেলে ভাইরাস কি মারা যাবে না?’ দেখা যাচ্ছে, তাঁর এই বক্তব্য শুনে পিছনে দাঁড়ানো অনুগামীরাও ঘাড় নেড়ে সহমত পোষণ করছেন।

দেখুন সেই ভিডিয়ো:

ভিডিয়োটি দু’দিনেই প্রায় ৩৫ হাজার বার দেখা হয়েছে। আর সেই সঙ্গে একের পর এক মিম তৈরি হচ্ছে ফজলকে নিয়ে। একজন তাঁর পুরনো একটি ভিডিয়ো পোস্ট করেছেন। সেখানে ফজলকে নাচতে দেখা যাচ্ছে। নেটাগরিকদের প্রশ্ন, “তাহলে আপনি নাচলে কি ভাইরাসও নাচে?” কেউ আবার তাঁর ক্লোজআপ ছবি দিয়ে লিখেছেন, “আপনি যখন বলেন, ভাইরাসও বলে।”

আরও পড়ুন: করোনার চিকিৎসার জন্য সাড়ে ৮ কোটি টাকার বিল ধরানো হল বৃদ্ধকে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral Video Coronavirus Pakistan
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE