Advertisement
২৫ এপ্রিল ২০২৪

অ্যাসাঞ্জের স্বাস্থ্য নিয়ে উৎকণ্ঠা

মার্কিন প্রশাসন ও সেনাবাহিনীর গোপন নথি ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চে‌য়ে ব্রিটেনে আইনি লড়াই চালাচ্ছে আমেরিকা।

ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
জেনিভা শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০১৯ ০৪:৫৬
Share: Save:

ব্রিটেনের জেলে মানসিক নির্যাতনের জেরে উইকিলিকস প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের শারীরিক অবস্থা খারাপ হচ্ছে বলে জানালেন রাষ্ট্রপুঞ্জের বিশেষজ্ঞ নিলস মেলজ়ার। তাঁর দাবি, এর ফলে অ্যাসাঞ্জের হৃদ্‌রোগ বা স্নায়ু বৈকল্য হতে পারে।

মার্কিন প্রশাসন ও সেনাবাহিনীর গোপন নথি ফাঁসের অভিযোগে অ্যাসাঞ্জের প্রত্যর্পণ চে‌য়ে ব্রিটেনে আইনি লড়াই চালাচ্ছে আমেরিকা। সাত বছর লন্ডনে ইকুয়েডরের দূতাবাসে রাজনৈতিক আশ্রয়ে থাকার পরে ২০১৯ সালের এপ্রিলে তাঁকে গ্রেফতার করে ব্রিটিশ পুলিশ।

নিলস জানিয়েছেন, ব্রিটিশ আইনে জামিনের শর্ত ভেঙে ইকুয়েডরের দূতাবাসে আশ্রয় নেওয়ার জন্য কারাদণ্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে। এখন শুধু প্রত্যর্পণ মামলার জন্যই বন্দি রয়েছেন অ্যাসাঞ্জ। নিলসের মতে, এই মামলার বন্দি হিসেবে অ্যাসাঞ্জের সঙ্গে যেমন আচরণ করা হচ্ছে, তা একেবারেই ঠিক নয়। অত্যাচার বা অন্য ধরনের নৃশ‌ংসতা নিয়ে রাষ্ট্রপুঞ্জের নিরপেক্ষ বিশেষজ্ঞ নিলস। তাঁর মত রাষ্ট্রপুঞ্জের অনুমোদিত বক্তব্য নয়। কিন্তু তাঁর মন্তব্য যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনীতিকেরা।

আরও পড়ুন: দিল্লির আকাশ আরও ঘোলাটে, দূষণ নিয়ে রাজনীতির চাপান-উতোর চলছেই

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Julian Assange UNICEF
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE