Advertisement
২০ এপ্রিল ২০২৪
Viral video

জীবনের ঝুঁকি নিয়ে কুমিরের মুখ থেকে সন্তানকে বাঁচালেন বাবা

কুমিরটি প্রায় ১২ ফুট লম্বা, ওজন প্রায় ২৭২ কেজি। কুমিরটিকে উদ্ধার করার একটি ছোট ভিডিয়ো আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুমিরটিকে উদ্ধারের সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।

ইউটিউব থেকে নেওয়া ছবি।

ইউটিউব থেকে নেওয়া ছবি।

সংবাদ সংস্থা
অস্টিন, আমেরিকা শেষ আপডেট: ১১ অগস্ট ২০২০ ১৬:০৯
Share: Save:

শিকারের দিকে তাক করে এগিয়ে আসছিল একটি মূর্তিমান ‘দৈত্য’। কিন্তু শেষ পর্যন্ত তার চেষ্টা বিফলেই গেল। সেই ‘শিকার’ আর শিকারির মাঝে এসে পড়েন এক বাবা। তাঁর তৎপরতাতেই প্রাণে রক্ষা পেল বছর চারেকের শিশুকন্যা ও তার বেবিসিটার। ঘটনা আমেরিকার টেক্সাসের।

স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, টেক্সাসের বাসিন্দা অ্যান্ড্রু গ্র্যান্ডের চার বছরের মেয়ে ও তার বেবিসিটার বাড়ির পিছনের জলাশয়ে মাছ ধরছিলেন। সেই সময় সেখানে উপস্থিত হয়ে পড়ে একটি বড়সড় কুমির। কুমিরের উপস্থিতি জানতে পরেই সেখানে দৌড়ে আসেন অ্যান্ড্রু। কিন্তু কুমিরটি সেখান থেকে যাচ্ছিল না।

অন্ড্রু জানিয়েছেন, কুমিরটি তাঁর সন্তানের প্রায় তিন ফুটের মধ্যে চলে এসেছিল। সন্তান ও বেবিসিটারকে সরিয়ে নিয়ে যাওয়ার পরেও কুমিরটি সেখান থেকে পালায়নি। এবার শুরু হয় আসল লড়াই। কুমিরটি সেখানে ওই ভাবে ঘুরে বেড়ানো বিপজ্জনক বুঝে অ্যান্ড্রু কয়েকটি ফোন করেন সাহায্যের জন্য। কিন্তু সাহায্য আসার আগেই তিনি কুমরটিকে কব্জা করার চিন্তা করেন।

আরও পড়ুন: বিটবক্সিংয়ের সঙ্গে বৌদ্ধ সন্ন্যাসীর মন্ত্রোচ্চারণ, যেন মনকে অন্য স্তরে নিয়ে যাওয়ার রাস্তা দেখায়!

একটি দড়ির ফাঁস তৈরি করেন অ্যান্ড্রু। এবার সেটি কোনও রকমে কুমিরটির মুখে পরিয়ে দেন। দু’টি চোয়ালকে সেই ফাঁস দিয়ে বেঁধে ফেলেন। কুমির ধরার লোক আসার আগেই তিনি সেটিকে কব্জা করে ফেলেন। কিন্তু কুমিরটিকে জল থেকে তোলা যাচ্ছিল না। কারণ কুমিরটি আকার ও ওজন একটাই বেশি ছিল যে, শুধু দড়ি দিয়ে টেনে তাকে তোলা সম্ভব ছিল না। তাই কাঠের পাটা ও দড়ির সাহায্যে তাকে জল থেকে তুলে আনা হয়।

আরও পড়ুন: অনলাইন ক্লাসে রেফ্রিজেরেটরের ফাইবার ট্রের-র অনবদ্য ব্যবহার দেখালেন শিক্ষিকা

স্থানীয় সংবাদপত্র সূত্রে জানা গিয়েছে, কুমিরটি প্রায় ১২ ফুট লম্বা, ওজন প্রায় ২৭২ কেজি। কুমিরটিকে উদ্ধার করার একটি ছোট ভিডিয়ো আপলোড হয়েছে সোশ্যাল মিডিয়ায়। কুমিরটিকে উদ্ধারের সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল।

দেখুন সেই ভিডিয়ো:

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Viral video Man Crocodile
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE