Advertisement
২৬ এপ্রিল ২০২৪
WHO

কঠিনতম স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি: হু

বিশ্বে দেড় কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে ভাবা হয়েছিল, লকডাউন করে করোনা সংক্রমণ রুখে দেওয়া যাবে। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরে বহু দেশে করোনার প্রকোপ বাড়ছে।

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সংবাদ সংস্থা
জেনিভা শেষ আপডেট: ২৯ জুলাই ২০২০ ০৪:৫২
Share: Save:

করোনা অতিমারিতে তারা সবচেয়ে খারাপ স্বাস্থ্য সঙ্কটের মুখোমুখি বলে জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সোমবার জেনিভায় একটি অনলাইন সাংবাদিক বৈঠকে সংস্থার ডিরেক্টর জেনারেল টেড্রস অ্যাডানম গেব্রিয়েসাস এই কথা বলেন।

বিশ্বে দেড় কোটির বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে ভাবা হয়েছিল, লকডাউন করে করোনা সংক্রমণ রুখে দেওয়া যাবে। কিন্তু লকডাউন উঠে যাওয়ার পরে বহু দেশে করোনার প্রকোপ বাড়ছে। কিছু ক্ষেত্রে করোনা-মুক্ত এলাকায় নতুন করে ফিরে আসছে সংক্রমণ। আর তাতেই আশঙ্কার মেঘ দেখছে হু।

টেড্রসের মতে, মাস্ক পরা, দূরত্ববিধি বজায় রাখার মতো ব্যবস্থা কড়া ভাবে মেনে চললেই সংক্রমণের ঊর্ধ্বগতি কমানো যাবে। এই প্রসঙ্গে কানাডা, চিন, অস্ট্রেলিয়া, জার্মানি এবং দক্ষিণ কোরিয়ার প্রশংসা করে তিনি বলেন, ‘‘যেখানে এই নিয়ম কড়া ভাবে মেনে চলা হয়েছে, সেখানে সংক্রমণ কমেছে। যেখানে হয়নি, করোনা দ্রুত ছড়িয়েছে।’’ হু-এর জরুরি বিভাগের শীর্ষকর্তা মাইক রায়ানের মতে, অর্নিদিষ্ট কালের জন্য সব দেশের সীমান্ত বন্ধ রাখা যাবে না। তবু দূরত্ববিধি মেনে চলাই করোনা রোখার অন্যতম উপায়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

WHO Health Covid-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE