Advertisement
০৬ মে ২০২৪
Coronavirus

বিশ্বে করোনা আক্রান্ত সাড়ে ৩৭ লক্ষ, মৃত ২ লক্ষ ৬৭ হাজার

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আমেরিকার। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

গ্রাফিক: শৌভিক দেবনাথ।

সংবাদ সংস্থা
নয়াদিল্লি শেষ আপডেট: ০৭ মে ২০২০ ১৪:৪৭
Share: Save:

বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা সাড়ে ৩৭ লক্ষ ছাড়িয়ে গিয়েছে। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের রিপোর্ট অনুযায়ী, গোটা বিশ্বে মোট আক্রান্তের সংখ্যা ৩৭ লক্ষ ৫৪ হাজার ৬৫০। এখনও পর্যন্ত ২ লক্ষ ৬৩ হাজার ৮৬১ জনের মৃত্যু হয়েছে এই ভাইরাসের হানায়। সুস্থ হয়ে উঠেছেন ১৩ লক্ষেরও বেশি মানুষ। করোনার সংক্রমণ ছড়িয়েছে ১৮৭টি দেশে।

সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি আমেরিকার। সংক্রমণের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যু। ইতিমধ্যেই ১২ লক্ষ ২৮ হাজার মানুষ আক্রান্ত হয়েছেন মার্কিন মুলুকে। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৭৩ হাজার মানুষের। জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য বলছে, বুধবারে এক দিনের মধ্যে ২৪ হাজারের বেশি মানুষ সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে ২৩৬৭ জনের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সঙ্কটকে মার্কিন যুক্তরাষ্ট্রের উপর সবচেয়ে ‘ভয়ানক হামলা’ বলে ব্যক্ত করেছেন।

সংক্রমণের নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে স্পেন। এখনও পর্যন্ত সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ২০ হাজার মানুষ। মৃত্যু হয়েছে ২৫ হাজার ৮৫৭ জনের।ইটালিতে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ১৪ হাজার ৪৫৭ জন। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৬৮৪ জনের। ব্রিটেনের সংক্রমণ বাড়ছে হু হু করে। তবে সংক্রমণের নিরিখে ইটালির পরে থাকলেও, মৃত্যুর হিসেবে ইটালিকে ছাড়িয়ে গিয়েছে বরিস জনসনের দেশ। ব্রিটেনে আক্রান্ত হয়েছেন ২ লক্ষেরও বেশি মানুষ। মৃত্যু হয়েছে ৩০ হাজার ১৫০ জনের। এর পরে রয়েছে ফ্রান্স। সেখানে আক্রান্ত ১ লক্ষ ৭৪ হাজার ২২৪ জন। মৃত্যুর সংখ্যা প্রায় ২৬ হাজার।

আরও পড়ুন: প্রতিষেধক তৈরিতে এগোচ্ছে ইটালি, আশায় বিশ্ব

(অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Coronavirus COVID-19
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE