Advertisement
২৪ এপ্রিল ২০২৪
scuba diver

নিজের রেকর্ড নিজেই ভাঙলেন পঁচানব্বইয়ের এই স্কুবা ডাইভার

রে উলি ২৮ অগস্ট পা দিয়েছেন পঁচানব্বইয়ে। জলের ৪০.৬ মিটার গভীরে ছিলেন প্রায় ৪৪ মিনিট ধরে। বিশ্বের সবচেয়ে সক্রিয় প্রবীণতম স্কুবা ডাইভার হিসাবে এর আগেও রেকর্ড গড়েছেন তিনি।

রে উলি। ছবি: রয়টার্স।

রে উলি। ছবি: রয়টার্স।

সংবাদ সংস্থা
সাইপ্রাস শেষ আপডেট: ০২ সেপ্টেম্বর ২০১৮ ১৫:২৪
Share: Save:

‘ওল্ড ম্যান অ্যান্ড দ্য সি’। উহুঁ। ৯৫ বছরের ‘ইয়ং ম্যান’। দ্বিতীয় বিশ্ব যুদ্ধে লড়েছেন ব্রিটিশদের হয়ে। নিজের রেকর্ড নিজেই ভাঙলেন এই স্কুবা ডাইভার। টানা ৪৪ মিনিট জলের তলায় ছিলেন তিনি।

রে উলি ২৮ অগস্ট পা দিয়েছেন ৯৫-এ। জলের ৪০.৬ মিটার গভীরে ছিলেন প্রায় ৪৪ মিনিট। বিশ্বের সবচেয়ে সক্রিয় প্রবীণতম স্কুবা ডাইভার হিসাবে এর আগেও রেকর্ড গড়েছেন তিনি।

টানা ৪১ মিনিট ধরে ৩৮.১ মিটার গভীর জলে থেকে স্কুবা ডাইভিং করার রেকর্ড ছিল তাঁর। এ বার নিজেই ভাঙলেন সে রেকর্ড। জল থেকে উঠে এসেই উলি বললেন, ‘‘নিজের রেকর্ড নিজেই ভাঙতে চাই। বারবার।’’

ছবিটি ফেসবুক থেকে নেওয়া।

লারনারকার উপকূলে সাদার্ন সাইপ্রিয়াতে জেনোবিয়ার একটি পণ্যবাহী জাহাজ ডুবে গিয়েছিল। সেই ধ্বংসাবশেষের সন্ধানকারী দলের সদস্যও ছিলেন উলি।

আরও পড়ুন: মাছকে সতেজ দেখাতে নকল পাথরের চোখ!

দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের হয়ে রেডিও অপারেটরের কাজ করছেন তিনি। ৩৮ বছর ধরে ডুবুরির কাজ করছেন তিনি। নিজেকে বারবার প্রমাণ করার তাগিদেই অ্যাডভেঞ্চারের নেশা তাঁকে পেয়ে বসেছে। জেনোবিয়ার এই জাহাজের সন্ধানে প্রতি বছর প্রায় ৬০ হাজার জন ‘ডাইভ’ দেন অতল সাগরে।

আরও পড়ুন: জীবনদায়ী চুম্বন! প্রথম ডেটিংয়েই মৃত্যুর মুখ থেকে ফিরে এলেন ইনি

(সারা বিশ্বের গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে বাংলায় খবর পেতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Scooba Diving Adventure Sports World Record
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE