Advertisement
২৬ এপ্রিল ২০২৪
life hacks

স্মার্টফোন জলে পড়ে গিয়েছে? এই দশটি জিনিস ভুলেও করবেন না

কিছু জিনিস এড়িয়ে গেলে জলে পড়া ফোনটি আপনি বাঁচাতে পারবেন অনায়াসেই।

ছবি: শাটারস্টক

ছবি: শাটারস্টক

নিজস্ব প্রতিবেদন
নয়াদিল্লি শেষ আপডেট: ১১ জুলাই ২০১৯ ১১:০০
Share: Save:

অসাবধানতায় আপনার হাত ফস্কে কখনও কি সাধের মোবাইল ফোনটি সটান গিয়ে পড়েছে জলে? অনেকেরই এ রকমটা হয়ে থাকে। আর হলে মাথায় হাত দিয়ে বসে পড়া ছাড়া বিশেষ কিছু করার থাকে না। অথচ, কিছু জিনিস এড়িয়ে গেলে জলে পড়া ফোনটি আপনি বাঁচাতে পারবেন অনায়াসেই। সেগুলি কী কী?


• জলে পড়ে যাওয়া ফোনটি শুকনোর জন্য ভুলেওহেয়ার ড্রায়ার ব্যবহার করবেন না যেন। অতিরিক্ত গরমে ফোনের ভিতরের যন্ত্রাংশ গলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
• ভেজা ফোনটি কখনও দেওয়ালে লাগানো চার্জারের পয়েন্ট-এর সঙ্গে যুক্ত করবেন না। এতে তড়িদাহত হওয়ার ভয় থাকে।
• ৩.৫ মিমি হেডফোনের সঙ্গেও যুক্ত করবেন না আপনার ভেজা ফোনটি। এ ক্ষেত্রেও তড়িদাহত হওয়ারআশঙ্কা রয়েছে।
• এই সময় কোনও মতেই আপনার ফোনে লাগানো সিম কার্ডটি খুলবেন না। নচেৎ সিম খোলার সময় জল ঢুকে যেতে পারে।

আরও পড়ুন : তেলের দোষেই অসুখ বাড়ে, কী তেল কোন রান্নায় দিলে সুস্থ থাকবে শরীর?

• ভেজা ফোন ব্যবহার করবেন না। সবার আগে সেটিকে সুইচ অফ করুন।
• জল ঝাড়ার জন্য ফোনটি এদিক-ওদিক অপ্রয়োজনীয় ভাবে নাড়াবেন না। এতে ফোনের ভিতর জল ঢুকে যাওয়ার আশঙ্কা রয়েছে।
• ফোনের ব্যাটারি খুলে রাখবেন না কোনও মতেই।
• ফোন সার্ভিস সেন্টারে নিয়ে গেলে টেকনিশিয়ানকে সবিস্তার জানান আপনার ফোনে কতটাজল ঢুকতে পারে, ফোনটি কী ভাবে জলে পড়ে গেল সে বিষয়ে সবিস্তার জানাবেন। নয়তো সঠিক তথ্যের অভাবে টেকনিশিয়ান ফোনের আরও অনেক বেশি ক্ষতি করে দিতে পারে।
• ফোনের পাশে যেসব পাওয়ার বাটন, ভলিউম বাটন রয়েছে সেগুলো অকারণে ঘাঁটাঘাটি করবেন না। এতে জল ভেতরে চলে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

life hacks, tech, smartphone, dropped phone, water
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE