বাড়িতে এক্সটেনশন বোর্ড আজকাল প্রায় সবারই প্রয়োজন হয়। একাধিক যন্ত্র একসঙ্গে চালাতে সুবিধা মেলে। কিন্তু সব যন্ত্র এক্সটেনশন বোর্ডে লাগানো একেবারেই নিরাপদ নয়। কিছু বৈদ্যুতিক সরঞ্জাম এত বেশি বিদ্যুৎ টানে যে, বোর্ডের তার অতিরিক্ত গরম হয়ে আগুন লাগার আশঙ্কা তৈরি হয়। সচেতন না হলে বিপদ ঘটে যেতে পারে যে কোনও সময়। জেনে নিন, কোন কোন যন্ত্র এক্সটেনশন বোর্ডে কখনওই লাগানো উচিত নয়।
১. এয়ার ফ্রায়ার- দ্রুত রান্না করতে সাহায্য করলেও এয়ার ফ্রায়ার প্রচুর বিদ্যুৎ খরচ করে। বোর্ডে লাগালে তার অতিরিক্ত গরম হয়ে দুর্ঘটনা ঘটতে পারে।
২. মাইক্রোওয়েভ অভেন- মাইক্রোওয়েভ অভেনের প্লাগ সব সময় সরাসরি দেওয়ালের সকেটে লাগানো উচিত। এক্সটেনশন বোর্ড দিয়ে চালালে সার্কিটের উপর অতিরিক্ত চাপ পড়ে।
৩. রুম হিটার- রুম হিটার একটানা অনেক ক্ষণ চলে ও প্রচুর বিদ্যুৎ খরচ করে। ফলে এক্সটেনশন বোর্ডের তার গলে যাওয়া বা শর্ট সার্কিটের সম্ভাবনা বেশি থাকে।
৪. টোস্টার- ছোট যন্ত্র হলেও টোস্টারও প্রচুর বিদ্যুৎ টানে। এক্সটেনশন বোর্ডে প্লাগ লাগালে আগুন লাগার ঝুঁকি থাকে।
৫. ফ্রিজ- ঘরের এই একটি যন্ত্র সারা দিন চালু থাকে। এক্সটেনশন বোর্ডে লাগালে সংযোগ ঢিলে হয়ে যাওয়া বা বোর্ড অতিরিক্ত গরম হয়ে ওঠার ঝুঁকি থেকে যায়।
৬. এক্সটেনশন বোর্ড- অনেকে সুবিধার জন্য একটি এক্সটেনশন বোর্ডে আর একটি এক্সটেনশন বোর্ড জুড়ে নেন। এতে বড় দুর্ঘটনা ঘটনার ঝুঁকি থেকে যায়। কারণ এর ফলে তারের উপর চাপ কয়েক গুণ বেড়ে যায়।
৭. এক্সটেনশন বোর্ড- অনেকে সুবিধার জন্য একটি এক্সটেনশন বোর্ডে আর একটি এক্সটেনশন বোর্ড জুড়ে নেন। এতে বড় দুর্ঘটনা ঘটনার ঝুঁকি থেকে যায়। কারণ এর ফলে তারের উপর চাপ কয়েকগুণ বেড়ে যায়।
নিরাপদে থাকার জন্য তাই খানিক সচেতন থাকা প্রয়োজন। ভারী যন্ত্র সব সময় সরাসরি দেওয়ালে সকেটে লাগান। এক্সটেনশন বোর্ড কিনতে হলে অবশ্যই ভাল মানের বোর্ড ব্যবহার করুন। বোর্ড, প্লাগ বা তার ফেটে গেলে বা জ্বলে গেলে সঙ্গে সঙ্গে বাতিল করুন। যন্ত্রের নির্দেশিকা মেনে ব্যবহার করুন। একটু অসতর্কতাই বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই এক্সটেনশন বোর্ড ব্যবহারে সচেতন হোন।