Advertisement
E-Paper

মোবাইলে আড়িপাতা এড়ানো যাবে পাঁচ হাজারের স্মার্টফোনে? দাবি করছে নতুন ‘এআই প্লাস’ ফোন

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-র দৌলতে স্মার্টফোন এখন আরও বেশি স্মার্ট। তার মালিকের বিষয়ে অনেক বেশি সচেতন। তাঁর দৈনিক কাজকর্ম, অভ্যাস সম্পর্কে ওয়াকিবহাল। ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে একান্ত মুহূর্ত— সবের হিসাব রাখছে সে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২৫ ১২:০৬

গ্রাফিক— আনন্দবাজার ডট কম।

এ কালে মানুষের সবচেয়ে নিকটজন কে? উত্তর ভাবার জন্য কয়েকটা ক্লু দেওয়া যেতে পারে। ভাবুন, কাকে ছাড়া বিছানায় ঘুমোতে যেতে পারেন না? সকালে কার ডাকে ঘুম থেকে ওঠেন? ঘুম থেকে উঠে কার মুখ না দেখলে চলে না? কিংবা কাকে সঙ্গে না নিয়ে বাইরে বেরোলে দিশেহারা বোধ করতে থাকেন! আধুনিক জীবনযাত্রায় অভ্যস্ত যাঁরা, শহর কিংবা শহরতলির বাসিন্দা, তাঁদের এ জবাব দিতে অসুবিধা হওয়ার কথা নয়। কারণ, তাঁদের কাছে এই নিকটজন কোনও কাছের মানুষ নন, স্মার্টফোন!

এ বার বলুন, এ যুগের সবচেয়ে দামি জিনিস কী? এর জন্য অবশ্য ক্লু দেওয়ার দরকার নেই। এ যুগে দাম দিয়েও যা কেনা যাচ্ছে না, তা হল গোপনীয়তা। আর সেই গোপনীয়তা আপাতত ‘গোল্লায়’ স্মার্টফোনের দৌলতেই। কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর সাহায্যে স্মার্টফোন এখন আরও বেশি স্মার্ট। সে তার মালিকের বিষয়ে অনেক বেশি সচেতন। তাঁর দৈনিক কাজকর্ম, অভ্যাস সম্পর্কে সে ওয়াকিবহাল। দিনের কোন সময়ে তিনি কোথায় থাকছেন, কখন কী খাচ্ছেন, কখন তাঁর কোন জিনিসটি দরকার, সেই সব তথ্য জেনে নিচ্ছে সে। ব্যক্তিগত কথোপকথন থেকে শুরু করে একান্ত মুহূর্ত— সবের হিসাব রাখছে স্মার্টফোন। আর কখনও সখনও সেই তথ্য স্মার্টফোন থেকে পাচার হয়ে যাচ্ছে মানুষের স্বভাবের নাগাল পেতে চাওয়া অঙ্ক কষিয়েদের কাছে।

ছবি: সংগৃহীত।

তথ্য পাচারের ব্যাপারে সম্পূর্ণ সুরক্ষা দেওয়ার ফোন কমই রয়েছে। কেউ কেউ অ্যাপলের আইফোনে ভরসা করেন ঠিকই, কিন্তু সেই ফোনও যে সম্পূর্ণ সুরক্ষিত নয়, তার প্রমাণ ইতিমধ্যে মিলেছে। ভারতে তৈরি একটি ফোনের সংস্থা সম্প্রতি দাবি করেছে, দেশের মানুষকে ওই সবচেয়ে দামি জিনিস অর্থাৎ গোপনীয়তা রক্ষাকারী ‘নিকটজন’ বা স্মার্টফোন দিতে চলেছে তারা। তা-ও মাত্র পাঁচ হাজার টাকায়! সত্যিই কি তাই?

ফোনের নাম ‘এআই প্লাস’। অবশ্য এ ফোনে অন্যান্য ফোনের এআই সুযোগসুবিধার সঙ্গে ‘প্লাস’ বা বাড়তি কিছু নেই। সেই জেমিনাই, মেটা এআই অ্যাপ ইত্যাদি। তবে এই ফোনের চালক শক্তি বা অপারেটিং সিস্টেমটি আলাদা। তার নাম ‘নেক্সটকোয়ান্টাম’।

এই নেক্সটকোয়ান্টাম অপারেটিং সিস্টেম তৈরি করেছেন মাধব শেঠ। যাঁর হাত ধরে যাত্রা শুরু করেছিল রিয়েলমি ফোন সংস্থা। মাধব রিয়েলমির প্রাক্তন সিইও। তবে এখন তিনি নিজের নতুন সংস্থা নেক্সটকোয়ান্টাম তৈরি করেছেন। আর সেই সংস্থার দাবি, ‘নেক্সটকোয়ান্টাম ওএস’ দেশের প্রথম সম্পূর্ণ নিজস্ব মোবাইল অপারেটিং সিস্টেম। যা মোবাইল ব্যবহারকারীর থেকে প্রাপ্ত তথ্যাবলি দেশেই সংরক্ষিত রাখবে। অর্থাৎ দেশের তথ্য বিদেশে যাবে না। কিন্তু কোথায় সংরক্ষিত থাকবে?

নয়াদিল্লিতে এআই প্লাস ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে মাধব শেঠ।

নয়াদিল্লিতে এআই প্লাস ফোনের উদ্বোধনী অনুষ্ঠানে মাধব শেঠ। — নিজস্ব চিত্র।

মাধব জানাচ্ছেন, তাঁদের সংস্থার মোবাইলের তথ্য সংরক্ষিত থাকবে কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের নির্দিষ্ট করে দেওয়া দেশের নির্দিষ্ট কিছু শহরে তৈরি করা গুগল ক্লাউডের সার্ভারে। সংস্থার দাবি, সেখানে মোবাইল ব্যবহারকারীদের তথ্য সুরক্ষিত থাকবে। পাশাপাশি এআই প্লাস ফোনে তাঁরা একটি বিশেষ ট্যাবও রাখবেন, যেখানে ফোনে নজরদারি চালানো বন্ধ করার যে সমস্ত মেনু বাটন অ্যান্ড্রয়েড ফোনে থাকে, তার সবক’টি এক জায়গায় পাওয়া যাবে। তাতে ফোনের নজরদারি সহজে বন্ধ করা সম্ভব হবে।

এ ছাড়া এই ফোনের ক্যামেরা থেকে শুরু করে এলসিডি স্ক্রিন, ব্যাটারি-সহ অধিকাংশ যন্ত্রাংশই ভারতে তৈরি বলে দাবি সংস্থাটির। এআই প্লাস ফোনকে তাই কেন্দ্রীয় সরকারের মেক ইন ইন্ডিয়া প্রকল্পের ফসল বলে জানিয়েছেন মাধব।

আপাতত দু’টি ফোন বাজারে এনেছে নেক্সটকোয়ান্টাম। এআই প্লাস পাল‌্স এবং এআই প্লাস নোভা ৫জি। দু’টি ফোনেই ৬.৭ ইঞ্চির এইচডি প্লাস ডিসপ্লে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৫০ মেগাপিক্সেল ক্যামেরা রয়েছে। আছে সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও। আপাতত পাল্‌সের দাম ৪৪৯৯ এবং নোভা ৫জি-র দাম ৯৪৯৯ টাকা বলে ধার্য করেছে সংস্থাটি। যদিও এই দামে গোপনীয়তার রক্ষার যে দাবি সংস্থাটি করছে, তা কতটা বাস্তবে কার্যকরী, তা সময়ই বলতে পারবে। আপাতত কম দামে স্মার্টফোনের বাজারে নজর কাড়ার চেষ্টা করছে তারা।

Phone Security AI Phone Gadget Review Smart Phone Launch
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy