যাদবপুরের সিএসআইআর-ইন্ডিয়ান ইনস্টিটিউট অব কেমিক্যাল বায়োলজির জে সি রায় প্রেক্ষাগৃহে স্বাস্থ্য পরিষেবা নিয়ে সোম এবং মঙ্গলবার, দু’দিন ধরে চলল আলোচনাসভা। সিএসআইআরের বিজ্ঞানীরা জানান, স্বাস্থ্য পরিষেবার বিভিন্ন দিক নিয়ে সেখানে আলোচনা হয়। তার মধ্যে মানসিক স্বাস্থ্যের উপরে জোর দেওয়া হয়েছে। কর্মক্ষেত্র থেকে পারিবারিক জীবন— সর্বত্রই নানা কারণে কারও মানসিক স্বাস্থ্যের অবনতি হতে পারে। অথচ, সেটাই অনেক সময়ে উপেক্ষিত হয়। মানসিক স্বাস্থ্যকে উন্নত করতে সিএসআইআরের গবেষকেরা কী কী গবেষণা করছেন ও তার ভিত্তিতে বিভিন্ন সংস্থাগুলি কী ব্যবস্থা নিয়েছে, তা-ই উঠে আসে আলোচনায়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিএসআইআরের ডিরেক্টর জেনারেল এল কালাইসেলভি। ছিলেন বিভিন্ন শিল্প সংস্থার কর্তারাও। সিএসআইআরের এক সিনিয়র বিজ্ঞানী কৃষ্ণানন্দ চট্টোপাধ্যায় জানান, সেখানকার বিজ্ঞানীরা স্বাস্থ্য পরিষেবা নিয়ে গবেষণা করলেও তার সঙ্গে স্বাস্থ্য বিষয়ক পণ্য উৎপাদনকারী শিল্প সংস্থার কাজের মধ্যে অনেক সময়ে ফাঁক থাকে। ফলে গবেষকদের গবেষণালব্ধ তথ্য ওই সংস্থার কাছে পৌঁছয় না। এই ফাঁক ভরাতে সমন্বয় সাধন এবং সচেতন করতেই নানা আলোচনা হয়।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)