Advertisement
১১ জুন ২০২৪
Bizarre

ছুটি কাটাতে গিয়ে বিপাকে মহিলা, বাধ্য হলেন তিন দিন ধরে স্বামীকে স্তন্যপান করাতে

জেনেল ম্যাকআলুন এক মহিলা সম্প্রতি সমাজমাধ্যমে এমন এক ভ্রমণের অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন, যা সচরাচর কেউ করেন না।

ঘুরতে গিয়ে বিপাকে মহিলা।

ঘুরতে গিয়ে বিপাকে মহিলা। ছবি: সংগৃহীত।

সংবাদ সংস্থা
নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৭ ফেব্রুয়ারি ২০২৩ ১৬:০০
Share: Save:

ভ্রমণে বেরিয়ে অনেক রকম অভিজ্ঞতার সাক্ষী হতে হয় আমাদের। কখনও ব্যাগ হারিয়ে যায়, কখনও আবার টিকিটের তারিখ মনে না থাকার কারণে বিমানটাই ধরতে না পারা— যাঁরা নিয়মিত ভ্রমণে যান, তাঁদের মধ্যে অনেকেরই এমন সব অভিজ্ঞতা হয়। জেনেল ম্যাকআলুন এক মহিলা সম্প্রতি সমাজমাধ্যমে এমন এক ভ্রমণ অভিজ্ঞতার কথা ভাগ করে নিয়েছেন, যা সচরাচর কেউ করেন না।

বরের সঙ্গে রোম্যান্টিক ভ্রমণের পরিকল্পনা করেছিলেন চার সন্তানের মা জেনেল। পরিকল্পনা মতো বরের সঙ্গে আমেরিকার পর্তে রিকোতে ঘুরতেও গেলেন তিনি। তবে বেড়াতে গিয়েই হল বিড়ম্বনা! ৩২ বছর বয়সি জেনেল জানালেন, তাঁর গোটা ছুটিটাই বরকে স্তন্যপান করাতে গিয়েই কেটে গেল। এই কথা ঘোষণা করে জেনেল সমাজমাধ্যমে বললেন, ‘‘না! আপনারা যেমনটা ভাবছেন ব্যাপারটা কিন্তু একেবারেই তেমন নয়। আসলে আমি সন্তানদের স্তন্যপান করাই। তাদের ছাড়াই আমি ঘুরতে গিয়েছিলাম বরের সঙ্গে। সেখানে পৌঁছে আমি খেয়াল করি যে ‘ব্রেস্ট পাম্প’ আনতে ভুলে গিয়েছি।’’

বেড়াতে গিয়ে এই ভুলের জন্য বড্ড সমস্যায় পড়েন মহিলা। তিনি বলেন, ‘‘আমি স্তনে অস্বস্তিবোধ করতে থাকি। প্রথম দিনেই বরকে জানাই, ওর আমাকে সাহায্য করতে হবে।’’

স্বামীর সঙ্গে জেনেল।

স্বামীর সঙ্গে জেনেল। ছবি: সংগৃহীত।

জেনেলের এই ভিডিয়ো ভাইরাল হতেই নেটাগরিকরা নানা রকম মন্তব্য করতে শুরু করেন। কেউ লেখেন, ‘‘আপনার বরের কাছে এটাই ছিল জীবনের শ্রেষ্ঠ ছুটি।’’ কেউ আবার লিখেছেন, ‘‘এতই সমস্যা হলে আশপাশের কোনও ওষুধের দোকান থেকে ‘ব্রেস্ট পাম্প’’ কিনে নিলেই হত! হাতের সাহায্যেও এই কাজ করে ফেলা যেত।’’

জেনেল এই সব প্রশ্নেরও জবাব দেন। ‘‘সব রকম চেষ্টা করেও লাভের লাভ কিছুই হচ্ছিল না,’’ লিখেছেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bizarre
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement

Share this article

CLOSE