ছোটপর্দা থেকে বিরতি নিয়ে আপাতত বড় পর্দায় আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছেন অভিনেতা দিব্যজ্যোতি দত্ত। সম্প্রতি পরিচালক সৃজিত মুখোপাধ্যায়ের ‘লহ গৌরাঙ্গের নাম রে’ ছবিটির শুটিং শেষ করেছেন তিনি। কেরিয়ারের প্রথম ছবিতেই চৈতন্য মহাপ্রভুর চরিত্রে অভিনয় করেছেন দিব্যজ্যোতি। তার জন্য মানসিক এবং শারীরিক ভাবে নিজেকে দীর্ঘ দিন ধরে নিজেকে প্রস্তুত করেছিলেন অভিনেতা। ব্যস্ততার কারণেই কেনাকাটা নিয়ে কি তাই একটু উদাসিন তিনি? হেসে বললেন, ‘‘সে রকম কোনও কারণ নেই...।’’
দুর্গাপুজোর ক’টা দিনের জন্য এখনও ছো়টবেলার মতোই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দিব্যজ্যোতি। তবে পুজো উপলক্ষে জামাকাপড় কেনার আগ্রহ কমেছে। পুজোয় নিজের জন্য কী কিনলেন? জবাবে দিব্যজ্যোতি বলেন,‘‘বেশ কয়েক বছর হল নিজের জন্য পুজোর শপিং করা বন্ধ করে দিয়েছি। ছেলেবেলার মতো এখনও আমি আত্মীয়-পরিজনের কাছ থেকে পুজোর জামাকাপড় উপহার পাই। তাই আলাদা করে জামাকাপড় কেনার প্রয়োজনও পড়ে না।’’
দুর্গাপুজোর ক’টা দিনের জন্য এখনও ছো়টবেলার মতোই অধীর আগ্রহে অপেক্ষা করে থাকেন দিব্যজ্যোতি। ছবি: ইনস্টাগ্রাম।
সারা বছর ধরেই টুকটাক কেনাকাটা করতে থাকেন দিব্যজ্যোতি। জেন জ়ি-রা অনলাইন শপিং করতে ভালবাসলেও দিব্যজ্যোতি কিন্তু এখনও শপিং মল কিংবা দোকানে গিয়েই কেনাকাটা করতে ভালবাসেন। প্রয়োজন পড়লে অবশ্য অনলাইন শপিংও করেন। অন্যান্য অভিনেতাদের মতো সাজগোজ নিয়ে তেমন খুঁতখুঁতে নন তিনি। পুজোয় কোন দিন কী পরবেন, ভেবে রেখেছেন? দিব্যজ্যোতি সপাট উত্তর, ‘‘অত ভাবি না আগে থেকে। যে দিন যেটা ইচ্ছে করবে, পরে ফেলব। অষ্টমীতে পাঞ্জাবিই পরতে হবে, এমন বাঁধাধরা নিয়মে আমি চলি না। মনমর্জিটাই আসল।’’
নিজের জন্য না হলেও প্রিয়জনের জন্য এখনও নিজের হাতেই কেনাকাটা করতে পছন্দ করেন দিব্যজ্যোতি। অভিনেতা বলেন, ‘‘বাড়ির লোকেদের জন্য এখনও কিছুই কিনে উঠতে পারিনি। তবে সেই শপিংটা তাড়াতাড়ি সেরে ফেলতে হবে।’’