Advertisement
১৩ এপ্রিল ২০২৪
ATM

Bizarre: পাঁচ গুণ টাকা বেরোচ্ছে এটিএমে! তোলার হিড়িক জনতার

নাগপুর শহর থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে হঠাৎ করেই পাঁচ গুণ টাকা বেরোতে দেখা যায় একটি এটিএম যন্ত্র থেকে।

এটিএমে ভুতুড়ে কাণ্ড

এটিএমে ভুতুড়ে কাণ্ড ছবি: সংগৃহীত

সংবাদ সংস্থা
নাগপুর শেষ আপডেট: ১৬ জুন ২০২২ ১৫:০৮
Share: Save:

মেঘ না চাইতেই জল বোধহয় একেই বলে। যত টাকা লেখা হচ্ছে, বেরোচ্ছে তার পাঁচ গুণ টাকা! এমনই ঘটনা ঘটল মহারাষ্ট্রের নাগপুরের কাছে অবস্থিত খাপরখেদা নামক স্থানে। আর এমন এটিএমের কথা জানাজানি হতেই রীতিমতো হুড়োহুড়ি পড়ে গিয়েছে টাকা তোলার।

একটি বেসরকারি ব্যাংকের এটিএম থেকে ৫০০ টাকা তুলতে গিয়ে হঠাৎ করেই এক ব্যক্তি খেয়াল করেন বিষয়টি। স্থানীয় প্রশাসন সূত্রে খবর ওই ব্যক্তি ৫০০ টাকা তুলতে গিয়ে দেখেন, বেরিয়ে এসেছে ২৫০০ টাকা! মুহূর্তের মধ্যে রাষ্ট্র হয়ে যায় বিষয়টি। কাতারে কাতারে মানুষ ভিড় করতে থাকেন এটিএমের সামনে। শুরু হয়ে যায় ধস্তাধস্তি।

বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেন ওই ব্যাঙ্কেরই এক গ্রাহক। তড়িঘড়ি পুলিশ এসে ঝাঁপ বন্ধ করে দেয় এটিএমটির। খবর দেওয়া হয় ব্যাঙ্কেও। ব্যাঙ্কের তরফ থেকে এটিএমটি পরীক্ষা করে দেখা যায়, গুজব নয়, সত্যিই পাঁচ গুণ টাকা বেরোচ্ছিল যন্ত্রটি থেকে। বিশেষজ্ঞদের প্রাথমিক অনুমান, কোনও প্রযুক্তিগত ত্রুটির জন্যই এমন ঘটনা ঘটেছে। তবে ভিড় ছত্রভঙ্গ করলেও গোটা ঘটনায় এখনও পর্যন্ত কারও নামে অভিযোগ দায়ের করেনি পুলিশ।

সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তেফলো করুন আমাদের Google News, Twitter এবং Instagram পেজ

অন্য বিষয়গুলি:

ATM crowd money
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE