Advertisement
১৯ এপ্রিল ২০২৪
Photography

সেরা ছবি, আপনার তোলা: আনন্দবাজার অনলাইনে অভিনব ফোটোর লড়াই, আকর্ষণীয় পুরস্কারের সুযোগ

প্রতি সপ্তাহে আনন্দবাজার অনলাইনের ফেসবুক পেজে  জানানো হবে নির্দিষ্ট বিষয়। সেই বিষয়ের উপরে নির্ভর করে তুলতে হবে ছবি।

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০২১ ০৯:২৫
Share: Save:

ছবি তুলতে ভালবাসেন? আপনার তোলা ছবি বিশ্বের তাবৎ বাঙালির সামনে মেলে ধরতে চান? তা হলে আপনার সামনে আসতে চলেছে দুর্দান্ত সুযোগ। আনন্দবাজার অনলাইন নিয়ে আসছে ফোটোগ্রাফি প্রতিযোগিতা: 'সেরা ছবি, আপনার তোলা'।

প্রতি সপ্তাহে আনন্দবাজার অনলাইনের ফেসবুক পেজে জানানো হবে নির্দিষ্ট বিষয়। সেই বিষয়ের উপরে নির্ভর করে তুলতে হবে ছবি। ফোন-ক্যামেরা হোক বা ডিএসএলআর, ডিজিটাল ছবি হোক বা অ্যানালগ— যে কোনও ধরনের ফোটোই এই প্রতিযোগিতায় পাঠানো যাবে। পাঠাতে হবে নির্দিষ্ট মেল আইডি-তে। পাঠানো ছবি যেন অবশ্যই আপনার নিজের তোলা হয়। প্রতি সপ্তাহের সেরা ১০টি ছবি প্রকাশিত হবে anandabazar.com ওয়েবসাইটে।

আনন্দবাজার অনলাইন আয়োজিত 'সেরা ছবি, আপনার তোলা' প্রতিযোগিতার নিয়মাবলি:

১. প্রতি সপ্তাহে আমাদের দেওয়া বিষয় বা 'থিম' অনুযায়ী ফোটো তুলে পাঠাতে হবে আপনাকে।
২. ছবির বিন্যাস হতে হবে অনুভূমিক বা 'ল্যান্ডস্কেপ'।
৩. ছবি পাঠাতে হবে submit@abpdigital.in মেল আইডি-তে।
৪. মেলের 'সাবজেক্ট' অংশে লিখতে হবে সেই সপ্তাহের ছবির বিষয়।
৫. ছবির সঙ্গে একই মেলে আপনার সম্পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর, মেল আইডি জানাতে হবে ও সোশ্যাল মিডিয়া হ্যান্ডলের লিঙ্ক পাঠাতে হবে।
৬. যে ছবি পাঠাবেন, তা যেন অবশ্যই আপনার নিজের তোলা হয়। অতীতে অন্য কোথাও প্রকাশিত হয়ে থাকলে তা বাতিল হিসেবে বিবেচিত হবে।
৭. ছবির সঙ্গে ইমেলে লিখিত ভাবে জানাতে হবে: 'সঙ্গের ফোটোগ্রাফটি আমার তোলা এবং এই প্রতিযোগিতার যাবতীয় নিয়ম মেনে চলতে আমি বাধ্য।'
৮. প্রতি সপ্তাহে সেরা ১০টি ফোটোগ্রাফ বেছে নেবে আনন্দবাজার অনলাইন।
৯. দর্শকের বিচারে মাসের সেরা ৩টি ছবির জন্য থাকবে আকর্ষণীয় পুরস্কার।
১০. 'সেরা ছবি, আপনার তোলা' প্রতিযোগিতায় আনন্দবাজার অনলাইনের যাবতীয় সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

আপনার তোলা ছবিও কী ভাবে সেরা হতে পারে?

১. নিয়মাবলি মেনে ছবি পাঠাতে হবে।
২. আনন্দবাজার অনলাইনের ওয়েবসাইট ও ফেসবুক পেজে প্রকাশিত হবে সপ্তাহের নির্বাচিত ১০টি ছবি।
৩. এই ছবিগুলির মধ্যে যে ৩টি আনন্দবাজার অনলাইনের ইনস্টাগ্রাম ও অবসর-এর ফেসবুক পেজ মিলিয়ে সর্বাধিক 'রিয়্যাকশন' পাবে, সেগুলিই নির্বাচিত হবে দর্শকের বিচারে মাসের সেরা ছবি হিসেবে।

অতএব, ফোকাস যেন না নড়ে! পরবর্তী ঘোষণার জন্য নজর রাখুন আনন্দবাজার অনলাইনের ফেসবুক পেজে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Photography anandabazar digital Photography Contest
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE