Advertisement
১৮ মে ২০২৪
Apple

Apple Company: কর্মীদের অফিসে ফিরিয়ে আনার নতুন ফিকির অ্যাপলের, বদলে যাচ্ছে কাজের নিয়মও

অফিস গিয়ে কাজ করার জন্য অনেকেই উৎসুক। আবার অনেক কর্মীই বা়ড়ি থেকে কাজ করাটাই বেছে নিচ্ছেন।

অ্যাপলের সিইও টিম কুক কর্মীদের অফিসে এসে কাজ করার নির্দেশ দিয়েছিলেন অনেক আগেই।

অ্যাপলের সিইও টিম কুক কর্মীদের অফিসে এসে কাজ করার নির্দেশ দিয়েছিলেন অনেক আগেই। ছবি: সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৩ জুন ২০২২ ১৯:৪৭
Share: Save:

অতিমারির সময়ে বিশ্বের অনেক প্রতিষ্ঠান কর্মীদের বাড়ি থেকে কাজের সুযোগ দিয়েছিল। করোনা পরিস্থিতি কিছুটা হলেও নিয়ন্ত্রণে আসায় কর্মীদের আবার অফিসে এসেই কাজ করার নির্দেশ দিয়েছে বহু সংস্থা। অ্যাপলও সেই পথেই হেঁটেছে। অ্যাপলের সিইও টিম কুক কর্মীদের অফিসে এসে কাজ করার নির্দেশ দিয়েছিলেন অনেক আগেই। অফিসে এসে কাজ করার জন্য অনেকেই উৎসুক। আবার অনেক কর্মীই অফিসে বাড়ি থেকে কাজ চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। তাঁদের ধারণা, অফিসে গেলে তাঁদের কর্মক্ষমতা কমে যাবে। তা ছাড়াও নিয়মিত অফিসে যাতায়াত করতে সময় নষ্টও হবে।

এই কারণে মে মাসের মাঝামাঝি অ্যাপলের মেশিন লার্নিং ডিরেক্টর ইয়া গুডফেলো অফিসে গিয়ে কাজ করতে হবে শুনে ১০ লক্ষ ডলারের চাকরি ছাড়তেও দু’বার ভাবেননি ।

করোনা সংক্রমণ কিছুটা হ্রাস পাওয়ায় অ্যাপল কর্তৃপক্ষ সপ্তাহে অন্তত তিন দিন অফিসে এসে কাজ করতে বলেছিলেন কর্মীদের। এই সংস্থা এখনও সেই সিদ্ধান্তেই অনড়।

তবে কাজের সময়ের কিছুটা বদল ঘটবে বলে জানা গিয়েছে। আগে কর্মীদের ১০ ঘণ্টা কাজ করতে হত। এখন তা বাড়িয়ে ১২ ঘণ্টা করা হয়েছে। যদিও এখনই নয়। জুলাই মাস থেকে এই নিয়ম কার্যকর হবে। অ্যাপল যে শুধু কাজের সময় বাড়িয়েছে তা নয়। প্রতি ঘণ্টায় ভারতীয় মুদ্রায় প্রায় ১৭০০ টাকা করে বেতনও বৃদ্ধি করেছে। তবে অফিসে এসে কাজ করার এই নির্দেশে কিছু কর্মীর বিরোধীতার মুখে পড়ে অ্যাপল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Apple
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE