বর্ষা কালে এই ঝমঝমে বৃষ্টি তো কিছু ক্ষণ পরেই ঝকঝকে চড়া রোদ। এমন ক্ষণে ক্ষণে বদলে যাওয়া আবহাওয়ার প্রভাব পড়ে ত্বকেও। সিবামের নিঃসরণ বেড়ে যায়। আর্দ্র আবহাওয়ায় তৈলাক্ত ত্বকে ধুলে জমে রন্ধ্রপথের মুথ বন্ধ হয়ে যায়। তা থেকেই বাড়ে ব্রণর উৎপাত। এ ছাড়া বর্ষায় ব্যাক্টিরিয়া, ছত্রাক এবং অন্যান্য জীবাণুর সংক্রমণ বাড়ে। তার জন্য ব্রণ হতে পারে ত্বকে। সামান্য যত্নে এই সমস্যার সমাধান হতে পারে। সপ্তাহে নিয়ম করে কয়েকটি ফেসপ্যাক ব্যবহার করলে মুক্তি মিলতে পারে ব্রণের সমস্যা থেকে।
১. মধু, দারচিনি এবং অ্যালোভেরা ফেসপ্যাক:
উপকরণ: ২ টেবিল চামচ মধু, আধ টেবিল চামচ দারচিনি, ২ টেবিল চামচ অ্যালোভেরা জেল।
প্রণালী: সমান অংশে মধু এবং অ্যালোভেরা জেল মিশিয়ে নিন। চোখের জায়গা এড়িয়ে মুখে লাগান। ১৫-২০ মিনিট রেখে দিন, তারপর হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।
ফল: মধু ব্যাক্টিরিয়া নাশে সহায়ক। অ্যালোভেরার জেল প্রদাহকে প্রশমিত করে, যা ব্রণ-ফুস্কুড়ি, র্যাশের একটি বড় কারণ। দারচিনিতেও রয়েছে প্রদাহনাশক উপাদান। যা ব্রণের সমস্যা দূর করতে সাহায্য করবে।
২. বেসন, দই এবং হলুদের ফেসপ্যাক:
উপকরণ: ১ টেবিল চামচ বেসন, এক চিমটি হলুদ, ২ টেবিল চামচ দই।
প্রণালী: বেসন, হলুদ, দই মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগান, ১৫-২০ মিনিট রেখে দিন, এবং তারপর ভেজা হাতে আলতো করে ঘষে ঘষে মুছে ফেলুন।
ফল: বেসন অতিরিক্ত তেলতেলে ভাব দূর করে। হলুদ প্রদাহ-বিরোধী। আর দই ত্বককে ময়েশ্চারাইজ় করতে সাহায্য করে।
৩. শসা, দই এবং লেবুর রসের ফেসপ্যাক:
উপকরণ: ১/২ কাপ শসা (কুচি করা), ১ টেবিল চামচ দই, কয়েক ফোঁটা লেবুর রস।
প্রণালী: সব উপকরণ ভালো করে মিশিয়ে নিন। আপনার মুখে লাগান, ১৫-২০ মিনিট রেখে দিন এবং ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন।
ফল: শসা ত্বককে ভিতর থেকে ঠান্ডা রাখতে সাহায্য করে। দই ত্বকের আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে। আর লেবুর রস ত্বকের রন্ধ্র পরিষ্কার করতে সাহায্য করে। এতেও ব্রণের সমস্যা কমে।