কপালে তো বটেই চোখের নীচে, নাকের দু’পাশে এমনকি, ঠোঁটের পাশেও নজর করলেই চোখে পড়ছে সূক্ষ্মাতিসূক্ষ্ম রেখা। বয়স বাড়ছে। কিন্তু তাতে কি! বয়স বাড়লেই কি তা বুঝতে দিতে হবে। সামান্য যত্নেই বিদায় জানাতে পারেন ওই সমস্ত বয়সের রেখাকে। তিনটি মাস্কের নিয়মিত ব্যবহারে মিলবে চটজলদি সমাধান।
১। কলা
একটি পাকা কলা চটকে বা মিক্সিতে ব্লেন্ড করে নিয়ে মুখে প্রায় ১৫ মিনিট লাগিয়ে রাখুন কলায় রয়েছে নানা ধরনের ভিটামিন যা ত্বককে পুষ্টি জুগিয়ে তরতাজা করতে পারে। পাশাপাশি এটি ত্বকের আর্দ্রতা বজায় রাখতেও কাজে লাগে যা বলিরেখা প্রতিরোধ করার জন্য জরুরি।
২। ডিমের সাদা অংশ এবং অ্যালোভেরা
একটি ডিমের সাদা অংশ খুব ভাল ভাবে ফেটিয়ে নিন, যাতে তা ফেঁপে ওঠে। এ বার তার সঙ্গে অ্যালোভেরা জেল মিশিয়ে আরও একবার ভাল ভাবে ফেটান। এ বার ওই মিশ্রণটি মুখে এবং ঘাড়ে লাগান, ৪০ মিনিট রেখে দিন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। ত্বক টানটান করতে এই মাস্ক অত্যন্ত কার্যকরী। আর এটি চাইলে প্রতি দিনই ব্যবহার করা যেতে পারে।
৩। হলুদ, ভিটামিন ই এবং আমন্ড অয়েল
১ চা চামচ হলুদ, ২ ফোঁটা ভিটামিন-ই তেল এবং ১ টেবিল চামচ আমন্ড অয়েল এক সঙ্গে ভাল ভাবে মিশিয়ে নিন। চাইলে এতে সামান্য ওটমিল পাউডারও দিত পারেন। এ বার মিশ্রণটি মুখে ভাল ভাবে ঘষে ঘষে লাগান। ১৫ মিনিট রেখে দিন। তার পরে ধুয়ে ফেলুন। এই মাস্কটিও মুখে সূক্ষ্ম রেখা বা বলিরেখা কমাতে এবং ত্বককে কোমল রাখতে উপকারী।