রোজ মোবাইলে কত পোশাকেরই ছবি দেখেন! অনলাইন শপিং প্ল্যাটফর্মে বড় ছাড় দিলে, ফেসবুকে নানা রকম বুটিকের বিজ্ঞাপন দেখলে কিংবা নেহাৎ শখেই বড় ব্র্যান্ডের ওয়েবসাইটে ঢুকে পোশাক দেখতে ভালবাসেন অনেকে। দেখতে দেখতে কেনাও হয় টুকটাক। আলমারির তার ভরতে থাকে। কিন্তু যদি বলা হয়, আলমারির সমস্ত পোশাকের মধ্যে থেকে শুধু পাঁচটি বেছে নিতে হবে, তা হলে?
দেশে এমন বহু মানুষই আছন, যাঁদের পাঁচটি পোশাকও থাকে না। আবার এমন মানুষও আছেন যাঁরা পোশাক নিয়ে অযথা বিলাসিতা বা বাহুল্য পছন্দ করেন না। চার-পাঁচটি পোশাক ঘুরিয়ে ফিরিয়ে পরে কাটিয়ে দেন। পাঁচটি পোশাকে দিন কাটানো তা-ই অসম্ভব কিছু নয়। আগে থেকে বেছে নেওয়ার বিকল্প দেওয়া হলে কোন পোশাক বেছে নেবেন, সেই প্রশ্ন করা হয়েছিল বলিউড অভিনেত্রী জাহ্নবী কপূরকে। জানতে চাওয়া হয়েছিল, তাঁর কাছে কোন পাঁচটি পোশাক না থাকলেই ন। শুনে তাঁর জবাব, ‘‘আমার পাঁচটাও লাগবে না! আরামদায়ক একখানা পাজামা নিলে চারটেতেই হয়ে যাবে।’’
কোন পাঁচটি পোশাক না থাকলেই নয়? প্রশ্ন করা হয়েছিল জাহ্নবীকে। —ফাইল চিত্র।
তরুণ প্রজন্মের যে নায়ক নায়িকারা বলিউডের পর্দায় এখন রাজত্ব করছেন, তাঁদের মধ্যে জাহ্নবী একজন। শ্রীদেবীর কন্যা যেমন অন্য গতের ছবিতে নিজের অভিনয় প্রতিভার প্রমাণ দিয়েছেন, তেমনই শৌখিনী হিসাবে নামও কিনেছেন। তিনি কোন শাড়ি পরলেন, কোন পোশাকে পার্টিতে গেলেন, কেমন সাজলেন, সব কিছুতে নজর থাকে অনুরাগীদের। সেই জাহ্নবী ‘না থাকলেই নয়’ পোশাকের তালিকায় কী কী রেখেছেন?
জাহ্নবী তাঁর তালিকা বিস্তারে জানিয়েছেন। বলছেন, ‘‘আমি একটা আরামদায়ক অথচ ভাল ফিট করে এমন জিন্স রাখব। আর রাখব একটা ঢলঢলে টি শার্ট। আর হয়তো একটা মিষ্টি দেখতে সাদা টপ বা টি-শার্ট বেছে নেব। ব্যস। আর দরকার আরামদায়ক এক খানা পাজামা।’’