মেয়াদ ফুরোলেই কি আইশ্যাডো, ফাউন্ডেশন, লিপস্টিক ফেলে দেন? অনেকেরই বক্তব্য, মেকআপের আবার মেয়াদ উত্তীর্ণ কি? এ সব আসলে প্রসাধনী দ্রব্য বিক্রেতা সংস্থার ফিকির। বরং অনেকেই ব্যাগে এমন জিনিস রেখে দেন, ব্যবহারও করেন। আসলে ওষুধ বা খাওয়ার জিনিস নিয়ে যে ভয় কাজ করে, ত্বক নিয়ে ততটা নয়। তা ছাড়া ফাউন্ডেশন হোক বা লিপস্টিক কিংবা আইশ্যাডো— এ সব জিনিস সকলে নিয়মিত ব্যবহার করেন না। চট করে ফুরিয়েও যায় না। তার উপর নামী সংস্থার প্রসাধনীর দামও যথেষ্ট। ফলে সেগুলি ফেলে দিতেও মন খুঁতখুঁত করে।
ফাউন্ডেশন: মেয়াদ উত্তীর্ণ ফাউন্ডেশন মাখেন কি আপনিও? অপরিচ্ছন্ন হাতে শিশি থেকে ফাউন্ডেশন নিলে বা হাতে ঢালা ফাউন্ডেশন বেশি হয়ে গেলে শিশিতে ভরে রাখেন অনেকে। দীর্ঘ ব্যবহারে ফাউন্ডশনেও ব্যাক্টেরিয়া জন্মাতে পারে। মেয়াদ উত্তীর্ণ জিনিসটি দিনের পর দিন ব্যবহার করতে থাকলে এই থেকেই সংক্রমণ হতে পারে। ২০২৩ সালে ‘আমেরিকান অ্যাকাডেমি অফ ডার্মাটোলজি’-তে প্রকাশিত একটি রিপোর্ট বলছে, প্রাপ্তবয়স্ক মহিলাদের মধ্যে ব্রণের সমস্যা বেড়ে যাওয়ার কারণ হল মেয়াদ উত্তীর্ণ ফাউন্ডেশনের ব্যবহার। ফাউন্ডেশন বাতাসের সংস্পর্শে বার বার এলে বা নোংরা ব্রাশ ব্যবহারের ফলে ব্যাক্টেরিয়ার বৃদ্ধি হতে পারে।
ক্রিম ব্লাশ: দৈনন্দিন সাজসজ্জায় ব্লাশের প্রয়োজন হয় অল্প। ফলে একটি ব্লাশ চলতে পারে ২-৩ বছরও। ইউরোপিয়ান সেন্টার ফর ডিজ়িজ় প্রিভেনশন-এর ২০২৪ সালের একটি সমীক্ষা রিপোর্ট বলছে, মেয়াদ উত্তীর্ণ ক্রিম ব্লাশ থেকে ব্যাক্টেরিয়া ছ়ড়াতে পারে দ্রুত। এই জিনিস ব্যবহার করলে স্বাভাবিক ভাবেই ত্বকে সংক্রমণের আশঙ্কা রয়ে যায়।
আরও পড়ুন:
মাস্কারা: মেয়াদ উত্তীর্ণ মাস্কারার ব্যবহারে চোখে সংক্রমণ হওয়াও অস্বাভাবিক নয়। ব্রিটেন থেকে প্রকাশিত ‘জার্নাল অফ কসমেটিক ডার্মাটোলজি’-র ২০২৪ সালের একটি সমীক্ষা বলছে, মেয়াদ ফুরনো মাস্কারায় ‘স্ট্যাফাইলোকক্কাস এপিডারমিডিসের’ মতো ব্যাক্টেরিয়ার বা়ড়বৃদ্ধি লক্ষ করা যায়। যা থেকে চোখের সংক্রমণ হওয়াও অস্বাভাবিক নয়। মাস্কারার জলীয় ভাব ক্ষতিকর জীবাণুর বেড়ে ওঠার জন্য আদর্শ। সেই ব্রাশ চোখের পাতায় ব্যবহারের পর এতে নোংরা বা জীবাণু লেগে যায়। সেটি আবার মাস্কারার টিউবে বা কৌটোয় ভরে রাখা হয়।
লিপস্টিক: পছন্দের রঙের লিপস্টিক ফেলে দিতে মন চায় না? অথচ গবেষণা বলছে, এ থেকেই ই কোলাইয়ের মতো ব্যাক্টোরিয়া এবং ক্ষতিকর প্যাথোজেন শরীরে যেতে পারে। ২০২৩ সালে ‘ইন্টারন্যাশনাল জার্নাল অফ কসমেটিক সায়েন্স’-এ এই নিয়ে গবেষণা প্রকাশ পায়। তাতেই দেখা গিয়েছে মেয়াদ উত্তীর্ণ লিপস্টিক ঠোঁটে মাখলে ব্যাক্টেরিয়া শরীরে যাওয়ার ঝুঁকি বাড়ে।
বিবি বা সিসি ক্রিম: ‘বিউটি বাম’ বা ‘ব্লেমিশ বাম’-কে সংক্ষেপে বলা হয় ‘বিবি’। সিসি হল ‘কালার কারেকশন’ বা ‘কমপ্লেক্স কারেক্টিং’ ক্রিম। এই দুই প্রসাধনী মেয়াদ ফুরনোর পর মাখলে ব্যাক্টেরিয়া সংক্রমণের ঝুঁকি বেড়ে যায় অনেকটাই। ২০২৪ সালে ত্বক সংক্রান্ত একটি গবেষণায় উঠে এসেছে এমন তথ্যই। মেয়াদ ফুরনো ক্রিম ব্যবহারের পর ৫৪ শতাংশ মুখে জ্বালা হওয়ার অভিযোগ করেছেন।