Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Sunscreen

সানস্ক্রিন মাখলেই মুখে র‌্যাশ বেরোচ্ছে? রোদে পোড়া ত্বক বাঁচাতে কী ধরনের সানস্ক্রিন মাখবেন?

অনেকের কাছেই সানস্ক্রিন মাখা দুঃস্বপ্নের মতো। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাঁরা মুখে একেবারেই সানস্ক্রিন মাখতে পছন্দ করেন না, কারণ মুখে র‌্যাশ, ব্রণ, মুখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়।

সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিনের ব্যবহার অপরিহার্য।

সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিনের ব্যবহার অপরিহার্য। ছবি : সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২২ ১৭:১৫
Share: Save:

রোদ মাথায় নিয়ে বাইরে বেরোন বা বাড়িতেই থাকুন, সূর্যের ক্ষতিকারক অতিবেগুনি রশ্মি থেকে বাঁচতে সানস্ক্রিনের ব্যবহার অপরিহার্য। রোদে পোড়া ত্বকের দাগছোপ, কালচে ভাব, এমনকি ত্বকের ক্যানসার থেকে বাঁচতে বিশেষজ্ঞরা তাই ভাল মানের সানস্ক্রিন মাখার পরামর্শ দেন। কিন্তু অনেকের কাছেই মুখে সানস্ক্রিন মাখা দুঃস্বপ্নের মতো। বিশেষ করে যাদের তৈলাক্ত ত্বক, তাঁরা মুখে একেবারেই সানস্ক্রিন মাখতে পছন্দ করেন না। কারণ সানস্ক্রিন মাখলে অনেকের মুখেই র‌্যাশ, ব্রণ, মুখ লাল হয়ে যাওয়ার মতো সমস্যার সম্মুখীন হতে হয়।

চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, সানস্ক্রিন মাখলে কারও কারও মুখে এই ধরনের অ্যালার্জি হয়। তাই সানস্ক্রিন কেনার সময়ে খুবই সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।

সানস্ক্রিন কেনার আগে কী কী বিষয় মাথায় রাখবেন?

১) বড় শিশি না কিনে, প্রথমে ছোট একটি বোতল কিনুন। অল্প করে নিয়ে দেহের স্পর্শকাতর অংশে অন্ততপক্ষে ৮ ঘণ্টা লাগিয়ে দেখুন র‌্যাশ বেরোচ্ছে কিনা।

২) কৃত্রিম রং বা গন্ধযুক্ত ক্রিম কিনবেন না।

৩) কেনার আগে দেখে নিন প্যারাবেন, বেনজ়োফেনন২ এবং বেনজ়োফেনন৩— এই রাসায়নিকগুলি ব্যবহার করা হয়েছে কিনা।

৪) ত্বকের ধরন বুঝে সানস্ক্রিন কিনুন। তৈলাক্ত ত্বক হলে জেল বেসড্ ক্রিম কেনার পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

৫) শুধু খনিজ দেওয়া প্রাকৃতিক সানস্ক্রিন ব্যবহার করুন।

৬) কেনার আগে অবশ্যই ব্যবহারের মেয়াদ শেষ হওয়ার তারিখ দেখে নেবেন।

৭) চিকিৎসকের পরামর্শ অনুযায়ী মেডিকেটেড সানস্ক্রিন কিনুন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Sunscreen
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE