Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Beauty

Harmful Skin Care Tricks: ৩ ক্ষতিকর ফিকির: ত্বকের যত্নে কখনও ব্যবহার করবেন না

ত্বকের সমস্যার চটজলদি সমাধান পেতে বিভিন্ন ঘরোয়া টোটকা ব্যবহার করেন অনেকেই। কোনগুলি বিপজ্জনক হয়ে উঠতে পারে ত্বকের জন্য?

কিছু কিছু টোটকা চটজলদি উপকারী বলে মনে হলেও, তা থেকে বিপদ আরও বাড়ে।

কিছু কিছু টোটকা চটজলদি উপকারী বলে মনে হলেও, তা থেকে বিপদ আরও বাড়ে। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০৮ অগস্ট ২০২২ ২১:৫১
Share: Save:

ত্বকের হাজার সমস‍্যা চটজলদি সমাধান পেতে অনেকেই ভরসা রাখেন ইউটিউব বা ফেসবুকের বিভিন্ন ভিডিয়োর উপর। সেখানে আদ‍ৌ কোনও সমাধান সূত্র মেলে কি? ত্বকের চিকিৎসকরা বলছেন, অনেক ক্ষেত্রেই হিতে বিপরীত হয় এর ফলে। কিছু কিছু টোটকা চটজলদি উপকারী বলে মনে হলেও, তা থেকে বিপদ আরও বাড়ে। কোন টোটকাগুলি এড়িয়ে চলবেন?

১) ব্রণ কমাতে টুথপেস্ট

ব্রণ দূর করতে টুথপেস্ট ব‍্যবহারের পরামর্শ দেন অনেকে। ত্বক বিশেষজ্ঞরা বলছেন, টুথপেস্ট দাঁত সাদা করতে কার্যকর হলেও ব্রণ দূর করতে এর আদৌ কোনও উপকার নেই। বরং ক্ষতিকরই বটে। টুথপেস্ট ত্বকের পিএইচের ভারসাম‍্য বজায় রাখে না। বরং টুথপেস্ট ত্বকে লাগালে র‍্যাশ, চুলকানি দেখা দিতে শুরু করে।

২) প্রাইমার হিসাবে ডিওডর‌্যান্ট

শরীরে দুর্গন্ধ দূর করতে পারলেও প্রাইমার হিসাবে সুগন্ধির ব‍্যবহার সুবিধাজনক নয় একেবারেই। ডিওডর‌্যান্টে যে উপকরণ থাকে সেগুলি ত্বকের জন‍্য ক্ষতিকর। দীর্ঘ দিন এমন চলতে থাকলে কালো দাগছোপ পড়ে যাওয়া কিংবা লালচে র‍্যাশ বেরোনোর আশঙ্কা থাকে। ত্বক সুস্থ রাখতে এই ধরনের পরামর্শ এড়িয়ে চলুন।

৩) চোখের পাতা ঘন করতে পেট্রোলিয়াম জেলি

চোখের পাতা ঘন ও লম্বা দেখাতে অনেকেই মাস্কারা ব‍্যবহার করে থাকেন। তবে পাকাপাকি ভাবে চোখের পাতা ঘন করতে পেট্রোলিয়ামজাত জেলিও ব‍্যবহার করে থাকেন কেউ কেউ। বিশেষজ্ঞরা বলছেন, চটজলদি সমাধান পেতে যা খুশি তাই করা ঠিক নয়। চোখ শরীরের অন‍্যতম স্পর্শকাতর অংশ। পেট্রোলিয়াম জেলির ক্রমাগত ব‍্যবহার চোখে সিস্টের জন্ম দিতে পারে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Beauty Skin
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE