সারা দিন অফিসে খাটাখাটনির পরে কোনও পার্টি বা বিয়ে বাড়ি যাওয়ার রয়েছে। কিন্তু আয়নার সামনে দাঁড়াতেই দেখলেন মুখে শুধুই ক্লান্তির ছাপ। কাজল থেকে হাইলাইটার, ব্লাশ সমস্ত ব্যবহার করেও কোনও লাভ হল না। পার্লারে গিয়ে এই ক্লান্তির ছাপ মোছা যাবে না। তার চেয়ে পকেট বাঁচিয়ে রূপটান করে নিন নিজেই। কৌশল জানলে মাত্র ৫ মিনিটেই মুখ থেকে ক্লান্তির ছাপ দূর হবে।
কী ভাবে রূপটান করলে মুখ তরতাজা দেখাবে?
১) মেক আপ শুরু করার ঘণ্টা খানেক আগে অলিভ অয়েল মালিশ করে নিন মুখে। এতে ত্বকের জেল্লা সহজেই বাড়বে। এতে অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে যা ত্বকে পুষ্টি জোগায়।
২) মেক আপ শুরু করার আগে মুখে ক্লান্তি থাকুক বা না থাকুক, অবশ্যই একটু গোলাপ জল স্প্রে করে নিন। এতে অল্প সময়েই ভিতর থেকে তরতাজা অনুভব করা যায়। এ ছাড়া ত্বকও ফ্রেশ লাগে।
৩) কাজল ছাড়া চোখের সাজ সম্পূর্ণ হয় না। কিন্তু চোখের কোলে কালি থাকলে বা চোখে ফোলাভাব থাকলে, তখন কাজল পরলে দেখতে ভাল লাগে না। তাই ক্লান্ত চোখে কাজল পরা যাবে না। বরং চোখের নীচের রেখায় ন্যুড বা সাদা আই পেনসিলের একটা টান দিয়ে দিন। ফ্যাকাশে রং পরলে চোখ বড় আর সজীব দেখাবে।
৪) চোখ বড় আর উজ্জ্বল দেখাতে চাইলে ভিতরের কোণে বুলিয়ে নিন সামান্য সিলভার হাইলাইটার। নিমেষেই তরতাজা হয়ে উঠবে মুখ।
৫) স্প্রে বোতলে গোলাপজল ভরে ব্যাগে রেখে দিন। যতবার ক্লান্ত লাগবে, স্প্রে করে নিন মুখে। ক্লান্তি তো কাটবেই, ত্বকও ভাল থাকবে।
৬) ত্বক অতিরিক্ত শুষ্ক হলে মেকআ আপ শুরু করার এক ঘণ্টা আগে একটু টক দইয়ের মধ্যে মধু মিশিয়ে তা মুখে ফেসপ্যাকের মতো করে লাগান। এতেমুখ নরম ও মসৃণ দেখাবে।