পশ্চিমবঙ্গের মতো রাজ্যে গ্রীষ্ম মানেই দরদর করে ঘাম হওয়া। শখ করে সেজে বেরোনো মানেই সে সাজ মাঠে মারা যাবে। ঘামের চোটে ‘মেকআপ লুক’ অথবা ‘নো মেকআপ লুক’, সবই নষ্ট হয়ে যেতে পারে। এই সময়ে ত্বক থেকে অতিরিক্ত সেবাম নিঃসৃত হয় বলে চেহারায় তেলচিটে ভাব চলে আসে। মুখ থেকে অতিরিক্ত তেল সরাতে গেলে ফেসওয়াশ দিয়ে মুখ ধুতে হয়। কিন্তু বাড়ির বাইরে থাকলে অধিকাংশ ক্ষেত্রেই তা প্রায় অসম্ভব। তাই সাজের নতুন ধারা মেনে অনেকে মেকআপ ব্যাগে অভিনব এক সামগ্রী রাখছেন। তা হল, ‘ব্লটিং পেপার’। শুনে অবাক লাগলেও সত্য। তেল বা যে কোনও তরল শোষণের জন্য এই কাগজ কার্যকরী বটে, কিন্তু তা বলে মুখেও ব্যবহার করা যায়?
দোয়াত-কলমের যুগে কালি মুছতে ব্যবহার করা হত ব্লটিং পেপার। পরবর্তী যুগে সাজগোজপ্রেমী মানুষেরা উপলব্ধি করলেন, ব্লটিং পেপারের দুর্দান্ত শোষণক্ষমতা প্রসাধনের জগতেও কার্যকরী হতে পারে। আর তা থেকেই ব্লটিং শিট, ব্লটিং পাউডার, ব্লটিং কুশনের উদ্ভাবন। তোল সরাতে মুখ ধোয়ার জন্য ফেসওয়াশ, বেসিন বা উপযুক্ত জায়গা, জল, তোয়ালে ইত্যাদির প্রয়োজন। আর ব্লটিংয়ের পণ্যগুলির জন্য দরকার কেবল ব্যাগের এক কোণায় অল্প জায়গা। যেখানে খুশি যে ভাবে খুশি ব্যবহার করা যায়।
ব্লটিং পাউডার। ছবি: সংগৃহীত।
ব্লটিং পণ্যের সুবিধা কী কী?
১. সহজে ব্যবহার করা যায়: আপনি যেখানেই থাকুন, ছোট্ট কাগজের মতো শিট বার করে মুখে আলতো করে ঘষে নিলেই কাজ হয়ে যাবে। তবে জোরে ঘষলে উল্টে ক্ষতি হবে। ধরা যাক, নাকে ঘাম হয় আপনার, সে ক্ষেত্রে প্যাকেট থেকে শিট বার করে নিয়ে নাকের উপর আলতো চেপে ধরলেই হবে।
২. মেকআপের মেয়াদ বাড়ায়: গরমের সময়ে সেবাম নিঃসরণের কারণে খুব তাড়াতাড়ি মেকআপ গলে যেতে থাকে। তাই সে ক্ষেত্রে ব্লটিং শিট বা ব্লটিং পাউডার ব্যবহার করুন। এতে ম্যাট লুক আসবে চেহারায়।
৩. তেলচিটে ভাব দূর করে: আর্দ্র আবহাওয়ায় মেকআপ করুন বা না করুন, ঘামের চোটে তেলচিটে হয়ে থাকে মুখ। ব্লটিং পেপারের পণ্যগুলি সে ক্ষেত্রে খুবই কার্যকরী। তৎক্ষণাৎ তেল উঠে গিয়ে সতেজ দেখাবে মুখ।
ব্লটিং কুশন। ছবি: সংগৃহীত।
ব্লটিং পণ্যের অসুবিধা কী কী?
১. অতিরিক্ত ব্যবহারে ত্বকের প্রাকৃতিক তেল নিঃসরণ বন্ধ হয়ে যায়। ফলে উল্টে আরও তেল উৎপাদন করতে থাকে ত্বক।
২. ব্লটিংয়ের কোনও কোনও পণ্যে ত্বকে জ্বালা শুরু হতে পারে।
৩. সাময়িক সমাধানের জন্য সুবিধাজনক এগুলি। কিন্তু অতিরিক্ত সেবাম নিঃসরণের সমস্যা দূর করতে সক্ষম নয়।
৪. ব্লটিং পাউডার আসলে মেকআপে ম্যাট লুক এনে দেয় কেবল, অতিরিক্ত তেল শোষণ করে না। ফলে অতিরিক্ত তেল জমা হতে থাকে। তার মধ্যেই ব্যাক্টেরিয়া দানা বাঁধতে থাকে। ফলে শেষমেশ ব্রণের সমস্যা দেখা দেয়।
আরও পড়ুন:
ব্লটিং করা উচিত না কি নয়?
অতিরিক্ত মাত্রায় ব্লট না করাই উচিত। কিন্তু সাময়িক ভাবে তেলচিটে ভাব দূর করার জন্য, বিশেষ করে যখন আপনি বাড়ির বাইরে আছেন, ব্লটিং পেপারের পণ্যগুলি আদর্শ। ব্যবহার করে ফেলে দেওয়ার মতো পণ্য কিনলে অসুবিধা নেই। কিন্তু যদি বার বার ব্যবহারযোগ্য ব্লটিং শিট কেনেন, তা হলে অবশ্যই প্রতি বার ব্যবহারের পর ভাল করে ধুয়ে নেবেন, নয়তো ব্যাক্টেরিয়া জমা হতে পারে।