Advertisement
E-Paper

ব্যাগের দাম আড়াই লক্ষ টাকা! মেয়ের ইচ্ছাপূরণ করে কোন বার্তা দিলেন অভিনেতা নওয়াজ়উদ্দিন?

সাধারণ জীবনযাত্রাই পছন্দ করেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। তাই একটি মহার্ঘ ব্যাগের দাম তাঁকে বিচলিত করে।

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৮ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩১
Bollywood actor Nawazuddin Siddiqui expresses concern about price tags and shares his personal experience

(বাঁ দিকে) অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। শোহরা সিদ্দিকি (ডান দিকে)। ছবি: সংগৃহীত।

বাইরে থেকে এসে বলিউড ইন্ডাস্ট্রিতে নিজস্ব পরিচিতি তৈরি করেছেন অভিনেতা নওয়াজ়উদ্দিন সিদ্দিকি। সময়ের সঙ্গে খ্যাতির শীর্ষে পৌঁছোলেও অভিনেতা এখনও মাটিতে পা রেখে চলতে পছন্দ করেন। সম্প্রতি সন্তানদের বড় করে তোলা এবং নতুন প্রজন্মের বেশ কিছু প্রবণতা নিয়ে নওয়াজ় তাঁর মনোভাব ব্যক্ত করেছেন।

সাক্ষাৎকারে ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ খ্যাত অভিনেতাকে জিজ্ঞাসা করা হয়, কেনাকাটা করতে গিয়ে জিনিসপত্রের দাম তাঁকে কতটা বিচলিত করে। এই প্রসঙ্গে নিজের মেয়ে শোহরা সিদ্দিকির উদাহরণ দিয়েছেন নওয়াজ়। তাঁর মেয়ে এখন দুবাইয়ে থাকেন। নওয়াজ় জানান, একটি দোকান থেকে শোহরা একটি ব্যাগ কেনার ইচ্ছাপ্রকাশ করেন। নওয়াজ় বলেন, ‘‘ব্যাগটির দাম ১৫ থেকে ২০ হাজার টাকা হবে ভেবে রাজি হই। পরে দোকানদারকে জিজ্ঞাসা করায় জানতে পারি, ব্যাগটির দাম ২ লক্ষ ৫০ হাজার টাকা!’’ আসলে ব্যাগটি বিলাসবহুল সংস্থা লুই ভিতোঁ-র তৈরি বলেই দাম বেশি।

তবে মেয়ের এই পছন্দকে মন থেকে মেনে নিতে পারেননি নওয়াজ়। অভিনেতা বলেন, ‘‘আমি এতটাই বিরক্ত হই যে, বলে বোঝাতে পারব না। আমরা ২ থেকে ৩ হাজার টাকার ব্যাগ কেনা মানুষ। আমার ছেলে হলে বকাবকি করতাম। কিন্তু মেয়ে বলেই কিছু বলতে পারিনি।’’

উল্লেখ্য, উত্তরপ্রদেশের বুধানা গ্রামে বড় হয়েছেন নওয়াজ়উদ্দিন। দীর্ঘ লড়াইয়ের পর শেষ পর্যন্ত বলিউডে পরিচিতি পান তিনি। খ্যাতি এবং নাম-যশ পেলেও নিজের শিকড়কে ভুলতে পারেননি নওয়াজ়। একাধিক সাক্ষাৎকারে নিজের সাধারণ জীবনযাত্রা এবং শৈশবের নানা আখ্যান ভাগ করে নেন নওয়াজ়, যা অনুরাগীদের অনুপ্রাণিত করে।

Nawazuddin Siddiqui Bollywood Actor Celebrity Life Mindful Parenting
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy