ঢেউ খেলানো লম্বা চুল, কোঁকড়ানো লম্বা চুল, স্ট্রেট লম্বা চুল। সমস্ত কেশসজ্জায় লম্বা চুল চাই-ই চাই। সেই বলিউড তারকা তারা সুতারিয়ার পছন্দে হঠাৎ বদল। পিঠ-সমান চুল আচমকাই ঘাড়ের কাছাকাছি! রূপ বদলে ফেললেন বলি নায়িকা। ভক্তদের মতে, তাঁর চোখে-মুখে, হাঁটা-চলায় ‘বস-লেডি’র মতো আচরণ দেখা দিয়েছে।
সম্প্রতি মুম্বইয়ের রাস্তায় দেখা গেল ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার’ খ্যাত তারকাকে। পরনে কালো পোশাক। ভিতরে কালো টপ, উপরে কালো ব্লেজ়ার, নীচে কালো প্যান্ট। চোখেও কালো চশমা। হাতে কালো ব্যাগ। পায়ে কালো জুতো। আর চুলে বব ছাট। সিঁথি করেছেন পাশে। স্ট্রেট করা বব চুলে নজরকাড়া সাজ।
ছবি: সংগৃহীত।
অভিনয় জগতে নিজের পায়ের তলার মাটি শক্ত করতে পারেননি তারা। কিন্তু নীরবে ফ্যাশনের জগতে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছেন তিনি। তাই ল্যাকমে ফ্যাশন উইকের মতো একাধিক বড় বড় ফ্যাশন-উৎসবের মঞ্চে হাঁটতে দেখা গিয়েছে তাঁকে। কেবল ডিজ়াইনাররা নন, সাধারণের কাছেও তারার সাজ ধীরে ধীরে জনপ্রিয়তা পাচ্ছে।
তাঁর কাছে সাজের মূলমন্ত্র কী?
সাজের ট্রেন্ড বা নতুন নতুন ধারার সঙ্গে পা মিলিয়ে চলতে পছন্দ করেন না নায়িকা। পঞ্চাশ বা ষাটের দশকের সাজকেই মান্যতা দেন তিনি। তারার মতে, ওই যুগের সাজগোজের আবেদন আজও রয়েছে। রোজের সাজে তিনি বাহুল্য বর্জন করার পক্ষপাতী।
আরও পড়ুন:
আপনিও কি তারার মতো কেশসজ্জায় বদল আনতে চান? সঙ্গে বাহুল্য বর্জন করে সাদামাটা সাজের কৌশলও আত্মস্থ করে নিতে পারেন। গ্রীষ্মে এর থেকে আরামদায়ক সাজ আর কী-ই বা হতে পারে?