গ্রীষ্মে আরামদায়ক পোশাকও প্রয়োজন, আবার ট্রেন্ডের সঙ্গেও আপস করা চলবে না। ভ্যাপসা গরম থেকে বাঁচতে গায়ের জামা অনেকেই এড়িয়ে চলেন। ঢিলেঢালা, হাওয়া খেলানো শার্ট হোক বা টি শার্ট, টপ হোক বা ওয়ান পিস ড্রেস, অথবা পাঞ্জাবি বা কুর্তা। মেয়েদের ফ্যাশনে দু’প্রকার পোশাক গ্রীষ্মে সবচেয়ে বেশি প্রাধান্য পায়। এক হল, ক্রপ টপ, অন্যটি ওভারসাইজ়ড টপ। আপাত ভাবে ক্যাজ়ুয়াল পোশাক হলেও পার্টি, অফিস-কাছারিতেও পরা যেতে পারে নানা ভাবে। একে তো কেতাদুরস্ত, তায় বায়ু চলাচলের সুযোগ রয়েছে। তীব্র গরম এবং প্যাচপেচে আবহাওয়ায় এই দুই পোশাকই দারুণ উপযোগী। মিলেনিয়াল এবং জেনারেশন জ়েড— এই দুই প্রজন্মের কাছে ক্রপ টপ এবং ওভারসাইজ়ড টপের চাহিদা রয়েছে প্রবল।
আরও পড়ুন:
কিন্তু তর্কের উত্থাপন হয়েছেই। কোনটি বেশি আরামদায়ক? কোনটি বেশি কেতাদুরস্ত? হাওয়া খেলার অবকাশ, ঘামের দাগ পড়া, এ সবের তুলনা করলে দেখা যাবে, এই দু’টি পোশাকের মধ্যে বেশ পার্থক্য রয়েছে। তাই গ্রীষ্মে কোনটি বেশি কার্যকরী, তা নিয়ে তর্কের অবসান ঘটাতে একটি তুলনামূলক আলোচনা করাই যেতে পারে।
হাওয়া চলাচলের জন্য কোন পোশাক বেশি কার্যকরী?
বায়ু চলাচলের জন্য ক্রপ টপগুলির তুলনা হয় না। পেট এবং কোমরের অংশ যেহেতু মূলত উন্মুক্ত থাকে, তাই গ্রীষ্মের সময়ে শরীরে হাওয়া খেললে আরাম পাওয়া যায়। তবে এগুলির একটি সমস্যা রয়েছে, খুব বেশি ঢিলেঢালা না-ও হতে পারে কোনও কোনও ক্রপ টপ। হাওয়ার খেলার সুযোগ থাকলেও গায়ের সঙ্গে সেঁটে থাকে। সুতি বা লিনেনের মতো বায়ু চলাচলযোগ্য কাপড় দিয়ে তৈরি হলে ভাল, না হলে ঘাম বসতে পারে শরীরে। ফলে গরমের মরসুমে পরিস্থিতি আরও খারাপ হয়ে যায়। অন্য দিকে, ঢিলেঢালা টি শার্ট বা শার্ট অথবা টপগুলি দিয়ে হাওয়া খেলায় কোনও বাধা থাকে না। তবে ক্রপ টপের জন্য সঠিক কাপড় বেছে নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যেতে পারে।
আলিয়া ভট্টের ক্রপ টপ এবং স্কার্ট অনুরাগীদের এতই পছন্দ হয় যে, এর পর থেকে এই পোশাকের চল বেড়েছে। ছবি: সংগৃহীত।
কোন পোশাক বেশি কেতাদুরস্ত?
ফ্যাশনের জগতে এত দিন ক্রপ টপেরই চাহিদা ছিল বেশি। এখন ক্রপ টপের সঙ্গে ওভারসাইজ়ড পোশাকেরও জায়গা হয়েছে। তা বলে ক্রপ টপের গুণমুগ্ধের সংখ্যা কমেনি। কারণ, ক্রপ টপ একাধারে শাড়ির সঙ্গে ব্লাইজ় হিসেবে, অথবা স্কার্ট, শর্টস, ঢিলে প্যান্ট, জিন্স— সব কিছুর সঙ্গে পরা যায়। বলিউডের তারকাদের কাছেও ক্যাজ়ুয়াল সাজ হিসেবে একমাত্র পছন্দ ছিল এটিই। তবে ধীরে ধীরে ওভারসাইজ়ড পোশাকের কদর বাড়ছে। অনায়াসে যে কোনও জায়গায় অন্য রকম সাজতে হলে এই পোশাক বেছে নিতে পারেন। ঠিক যে ভাবে ২০২২ সালে দীপিকা পাড়ুকোন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে উঠেছিলেন ঢিলেঢালা শার্ট এবং বয়ফ্রেন্ড ফিট জিন্স পরে। তবে ফ্যাশনের নিরিখে বিচার করলে দু’টির মধ্যে এখনও জনপ্রিয় পছন্দ ক্রপ টপই।
২০২২ সালে দীপিকা পাড়ুকোন ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসের মঞ্চে উঠেছিলেন ঢিলেঢালা শার্ট এবং বয়ফ্রেন্ড ফিট জিন্স পরে। ছবি: সংগৃহীত।
ঘামের দাগ কোনটিতে কম পড়ে?
ক্রপ টপে কম ফ্যাব্রিক থাকে। তাই শরীরকে ঠান্ডা থাকে এই পোশাকে। তবে, যত্ন না নিলে কিছু কাপড়ে ঘামের দাগ পড়ে যেতে পারে। বড় আকারের পোশাক বেশি পরিমাণে ঘাম শুষে নিতে পারে। তবে এটি তা লুকিয়েও রাখতে পারে। ঢিলেঢালা পোশাকে ঘর্মাক্ত শরীরে ছোঁয়া কম লাগে বলে ঘামের দাগ কম পড়ে।