ভ্যাপসা গরম এবং বর্ষার যুগলবন্দিতে কিন্তু অনুষ্ঠানের খামতি নেই। বিয়েবাড়ি, বিবাহবার্ষিকীর নিমন্ত্রণ, ইলিশ উৎসব তো রয়েছেই, তার উপরে অফিসের পর প্রায়শই কোথাও না কোথাও বেরোতেই হয়। যেখানেই যান না কেন, টুকটাক মেকআপ না করলেই নয়। কিন্তু এমন আবহাওয়ায় অতিরিক্ত ঘাম, মুখের তেলে মেকআপ ধুয়ে, গলে একাকার হয়ে যায় কিছু ক্ষণের মধ্যেই। অনেকে আবার মেকআপ করার আগে মুখে বরফ ঘষে নেন, যাতে ঘাম কম হয়। কিন্তু তাতেও যে সকলে আশানুরূপ ফল পান, তা কিন্তু নয়। বাড়ি থেকে মেকআপ করার পর গন্তব্যে পৌঁছনোর আগেই যদি কাজল গলে চোখে কালশিটে পড়ে যায়, কপালে বিন্দু বিন্দু ঘামের সঙ্গে ফাউন্ডেশন গলে যায়, তা হলে দেখতে মোটেই ভাল লাগে না।
দিন দিন মেকআপের জগতে নানা রকম বদল আসছে। কখনও নো-মেকআপ জেল্লাদার লুকের রমরমা বাড়ে কখনও আবার ম্যাট মেকআপের চাহিদা হয় আকাশছোঁয়া। তবে ট্রেন্ডের পিছনে দৌড়োতে গিয়ে ত্বকের ক্ষতি করে ফেলছেন না তো? মেকআপ করার আগে জেনে নিতে হবে, আপনার ত্বকের জন্য কোনটি উপকারী।
১) আর্দ্র আবহাওয়ায় দীর্ঘ ক্ষণ মেকআপ টিকিয়ে রাখতে ম্যাট ফিনিশ মেকআপ আদর্শ। অন্য দিকে শীতকালীন শুষ্ক আবহাওয়ায় আবার জেল্লাদার ‘ডিউয়ি’ মেকআপ করাই ভাল।
২) যদি দীর্ঘ ক্ষণের জন্য কোথাও বেরোতে হয় আর বার বার মেকআপের ‘টাচ্ আপ’ করার তেমন সুযোগ না থাকে, তা হলে কিন্তু ম্যাট ফিনিশ মেকআপ করাই ভাল। আবার রেস্তরাঁয় খেতে গেলে কিংবা কোনও সিনেমার ডেটে যেতে হলে উজ্জ্বল ‘ডিউয়ি’ মেকআপ করাই ভাল।
৩) বিয়ের মেকআপ কিংবা পার্টি মেকআপের ক্ষেত্রে দীর্ঘ ক্ষণ তা টিকিয়ে রাখার বিষয় আছে। সে ক্ষেত্রে ম্যাট মেকআপ করাই ভাল। মনে রাখতে হবে, ম্যাট মেকআপটি বেশ দীর্ঘস্থায়ী হয়, আর ত্বকে নায়িকাদের মতো রোশনাই চাইলে ‘ডিউয়ি’ মেকআপ করুন।