Advertisement
১৭ এপ্রিল ২০২৪
Charcoal Face Pack

পুজোর সময়ে মুখে কী মাখবেন? তৈলাক্ত ত্বক সঙ্গে দোসর ব্রণ, কয়লার ছোঁয়ায় ঝরবে রূপের আগুন

কয়লা গুঁড়ো করে মুখে মেখে নিলেই কিন্তু হবে না। রূপচর্চার জন্য চাই পরিশোধিত কয়লা বা অ্যাক্টিভেটেট চারকোল। কোন ধরনের ত্বকে অ্যাক্টিভেটেট চারকোল ব্যবহার করবেন?

রূপচর্চার জন্য চাই পরিশোধিত এবং সক্রিয় কয়লা বা অ্যাক্টিভেটেট চারকোল।

রূপচর্চার জন্য চাই পরিশোধিত এবং সক্রিয় কয়লা বা অ্যাক্টিভেটেট চারকোল। ছবি- সংগৃহীত

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২২ ১৬:০৯
Share: Save:

সকাল বা রাত, যখনই ঠাকুর দেখতে বেরোন না কেন, সাজগোজ তো নিশ্চয়ই করবেন। কিন্তু বেরোনোর কিছু ক্ষণ পর আপনার মুখ দেখলে মনে হবে যেন তেলের খনি। বিভিন্ন সংস্থার, যত দামি প্রসাধনীই ব্যবহার করুন না কেন, আপনার মুখের তেলেই সব ভেসে যায়। শুধু কি তাই? বাইরের ধুলো, ময়লার কণা মনের আনন্দে উড়ে এসে সেই যে আপনার মুখ জুড়ে বসল, মুখের সূক্ষ্ম ছিদ্রগুলি বন্ধ করে পুজোর সময় ব্রণ উপহার দিয়ে গেল। তাই বলে কি সাজগোজ করবেন না? উপায় আছে, ঠাকুর দেখতে বেরোনোর কিছুক্ষণ আগে মুখে মেখে রাখুন চারকোল ফেস প্যাক। কয়লা উৎপাদনে আমাদের দেশ বিশ্বে দ্বিতীয় স্থানে থাকলেও, কয়লা দিয়ে যে রূপচর্চা করা যায়, তা প্রথম আবিষ্কার হয়েছিল সুদূর মার্কিন মুলুকে। কোরিয়ান রূপচর্চার হাত ধরে ইদানীং তা আবার জনপ্রিয় হয়ে উঠেছে। তবে কয়লা গুঁড়ো করে মুখে মেখে নিলেই কিন্তু হবে না। রূপচর্চার জন্য চাই পরিশোধিত কয়লা বা অ্যাক্টিভেটেট চারকোল।

যাঁদের ত্বক অতিরিক্ত তৈলাক্ত, তাঁরা চোখ বন্ধ করে মুখে চারকোলের প্যাক ব্যবহার করতে পারেন।

চারকোলের প্যাক কেন ব্যবহার করবেন?

১) ত্বকের গভীরে গিয়ে, ত্বক থেকে ধুলো ময়লা পরিষ্কার করে।

২) গরমকালে মুখে যে অতিরিক্ত তেল নিসৃত হয়, তা শুষে নেয়।

৩) মুখে জমে থাকা টক্সিন দূর করে।

৪) যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা সারা বছরই ওয়াইট হেড, ব্ল্যাকহেডস্ এর সমস্যায় ভোগেন। চারকোল মাস্ক এই সমস্যা থেকে মুক্তি দেয়।

৫) অ্যান্টি-ফাঙ্গাল এবং অ্যান্টি ব্যাক্টেরিয়াল যৌগ থাকায় ত্বকের যে কোনও সংক্রমণ রুখে দেয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Activated Charcoal Charcoal Facial
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE