অলিভ অয়েল কেবল অসুখবিসুখ ঠেকাতেই কার্যকর, তেমনটা একেবারেই নয়। রূপচর্চাতেও এই তেল সমান ভাবে উপকারী। শুষ্ক ত্বকের সমস্যা হোক বা ফাটা ঠোঁট— অলিভ অয়েল হাতের কাছে থাকলেই হবে। অলিভ অয়েলে ভরপুর মাত্রায় অ্যান্টিঅক্সিড্যান্ট থাকে, যা ত্বকের কোষের পুষ্টি জোগায়। কোন সমস্যায় কী ভাবে ব্যবহার করবেন এই তেল?
ময়েশ্চারাইজ়ার হিসেবে
স্নানের পর ত্বক সামান্য ভিজে থাকা অবস্থায় কয়েক ফোঁটা অলিভ অয়েল হাতে ভাল করে মুখে, গলায় ও দুই হাতে মালিশ করুন। রাতে ঘুমনোর আগেও মুখে ও হাতে অল্প তেল মেখে ঘুমোতে পারেন। এতে ত্বক নরম ও মসৃণ থাকবে।
আরও পড়ুন:
মেকআপ তোলার জন্য
একটি তুলোর প্যাডে কয়েক ফোঁটা অলিভ অয়েল নিন। এ বার আলতো করে তুলো দিয়ে চোখ এবং মুখের মেকআপ মুছে ফেলুন। এমনকি ওয়াটারপ্রুফ মাস্কারা বা আইলাইনারও অলিভ অয়েল দিয়ে সহজে তোলা যায়।
ঠোঁট ফাটা রুখতে
ঠোঁট ফাটা রোধ করে এবং ঠোঁটকে নরম ও মসৃণ রাখে। চিনির সাথে মিশিয়ে ঠোঁটের স্ক্রাবার হিসেবেও ব্যবহার করতে পারেন।
বডি স্ক্রাব হিসেবে
ত্বকের উপরে জমে যাওয়া মৃত কোষ তুলতে চাইলে ভরসা রাখুন অলিভ অয়েলে। আধকাপ চিনির সঙ্গে তিন চামচ অলিভ অয়েল আর দু' চামচ মধু মিশিয়ে নিন। এবার স্ক্রাবের মতো সারা শরীরে ঘষে ঘষে মৃত কোষগুলো তুলে ফেলুন। ত্বক পরিষ্কার উজ্জ্বল হয়ে উঠবে, নরমও থাকবে।