মেকআপ তোলার ক্ষেত্রে শুধু ফেসওয়াশ যথেষ্ট নয়। ত্বকে জমে থাকা তেল, ধুলোময়লা পরিষ্কার করতে মুখ ধোয়ার আগে মেকআপ রিমুভার ব্যবহার করা জরুরি। কাজ থেকে ফিরতে যত রাতই হোক, বাড়ি ফিরে দোকান থেকে কেনা রিমুভার দিয়ে মেকআপ তুলে নেন। কিন্তু রাতবিরেতে হঠাৎ মেকআপ রিমুভার যদি ফুরিয়ে যায়, তা হলে কী করবেন? হাতের কাছে সামান্য কয়েকটি জিনিস রাখলেই তা দোকান থেকে কেনা মেকআপ রিমুভারের বিকল্প হিসাবে ব্যবহার করতে পারবেন।
অয়েল ক্লিনজ়িং আর ডাব্ল ক্লিনজ়িং— মেকআপ তোলার সময় একান্ত জরুরি। তেলের ব্যবহারেই মেকআপ তোলা ভাল, এতে ত্বক খুব ভাল ভাবে পরিষ্কার হয়ে যায়, আর ত্বক খুব বেশি শুষ্কও দেখায় না।
২০ মিলিলিটার অলিভ অয়েল, ১০ মিলিলিটার হোহোবা তেল বা নারকেল তেল আর ২-৩ ফোঁটা ভিটামিন ই অয়েল ভাল করে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ঘরোয়া মেকআপ রিমুভার। মেকআপ তোলার সময় এই তেলের মিশ্রণ ২-৩ ফোঁটা হাতে নিয়ে প্রথমে চোখের পাতায় তার পর সারা মুখে আলতো হাতে মালিশ করুন ৩০-৬০ সেকেন্ডের জন্য। তার পর গরম জলে তুলো ভিজিয়ে পুরো মুখটা ভাল করে মুছে ফেলুন। শেষে একটা ফেসওয়াশ দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। তবে যাঁদের ব্রণর সমস্যা আছে, তাঁরা এই মেকআপ রিমভারটি বানানোর সময় ভুলেও নারকেল তেল ব্যবহার করবেন না, এতে সমস্যা বেড়ে যেতে পারে। এ ক্ষেত্রে বিকল্প হিসাবে হোহোবা অয়েল ব্যবহার করুন।