গরমে ঘাম জমে ত্বকে র্যাশ বা নাকের উপরে ও দু'পাশে ব্ল্যাকহেড্সের সমস্যা হয়ই। মুখের ত্বকের যে সব অংশ থেকে তেল নিঃসরণ হয়, সেই সব জায়গায় ত্বকের রন্ধ্রপথে তেল জমে, মৃত কোষ জমে মুখ বন্ধ হয়ে গেলে তৈরি হয় ব্ল্যাকহেড্স। অনেকে সেই ব্ল্যাকহেড্স তোলার জন্য পার্লারে যান। কেউ আবার হাতে চাপ দিয়ে ব্ল্যাকহেড্স বার করার চেষ্টা করেন, যা উচিত নয়। অথচ এর কোনওটিই না করে ঘরোয়া টোটকায় ব্ল্যাকহেড্স দূর করা যায়। বাড়িতেই মজুত সামান্য উপাদানে তৈরি করা যায় স্ক্রাব। যা নিয়ম মেনে ব্যবহার করলে ব্রণ-ফুস্কুড়ি থেকেও রেহাই পাওয়া সম্ভব।
ব্ল্যাকহেড্স তোলার সবচেয়ে ভাল উপকরণ হল শিয়া বাটার। এতে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, ভিটামিন ই, ভিটামিন ডি, ফাইটোস্টেরল, প্রোভিটামিন এ থাকার কারণে ত্বকের যত্নে বিশেষ ভূমিকা নেয়। সূর্যের অতিবেগনি রশ্মি থেকেও ত্বককে রক্ষা করে। এর অ্যান্টিসেপটিক গুণ ত্বকের বিভিন্ন সমস্যা দূর করতে পারে। একজিমা, স্ট্রেচ মার্ক, কালো ছোপ দূর করতে পারে। শিয়া বাটার দিয়ে তৈরি স্ক্রাব রোজ স্নানের আগে মাখলে ত্বকের কালচে দাগছোপ তো দূর হবেই, নাকের দু'পাশের ব্রণ, নাকের উপরে ও গালে গজানো ব্ল্যাকহেড্স দূর হবে সহজেই।
আরও পড়ুন:
কী ভাবে তৈরি করবেন স্ক্রাব?
উপকরণ
৬ চামচ শিয়া বাটার
১৫ চামচ নারকেল তেল
২০ চা-চামচ চিনি
৩০ ফোঁটা ল্যাভেন্ডার এসেনশিয়াল অয়েল
প্রণালী
একটি পাত্রে শিয়া বাটার ও নারকেল তেল মিশিয়ে গ্য়াসে কম আঁচে বা মাইক্রোঅভেনে গরম করে নিন। মাখন গলে গেলে তাতে চিনি ও ল্যাভেন্ডার তেল মেশান। এ বারে মিশ্রণটিকে ঠান্ডা করে নিন। এ বার তা একটি কাচের শিশিতে ভরে রাখুন।
ব্যবহারের সময়ে ৪ চামচ করে মাখনের মিশ্রণ নিয়ে ভাল করে নাক ও গালে মালিশ করুন। হালকা স্পঞ্জ বা লুফা নিয়ে সেই জায়গাগুলো ঘষতে হবে। তবে বেশি জোরে ঘষবেন না। এর পর ১০-১৫ মিনিট অপেক্ষা করে ঈষদোষ্ণ জলে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন এই স্ক্রাব ব্যবহার করলেই ত্বকের মৃতকোষ দূর হবে, ব্ল্যাকহেড্সের সমস্যা থেকেও রেহাই পাবেনন।