প্রতীকী ছবি।
ঝকঝকে সাদা নখ দেখতে ভাল লাগলেও সব সময় বাস্তবে তা হয় না। অনেক কারণে নখে হলদে ছাপ পড়ে যায় বা নখ ফ্যাকাসে হয়ে যায়। বিশেষ করে যদি দীর্ঘ দিন ধরে নেলপলিশ পরে থাকলে। তখন নখ থেকে সেই হলদে ভাব দূর করা মুশকিল হয়ে পড়ে। কিন্তু তার মানেই যে সালোঁয় গিয়ে অনেক টাকা খরচ করে ম্যানিকিওর করাতে হবে তা নয়। আবার বাড়িতেও অ্যাপের মাধ্যমে পেশাদার ডাকার প্রয়োজন হবে না । বাড়ির একটি অতি সাধারণ জিনিস দিয়ে আপনি নিজেই এর সমাধান করতে পারবেন। তা হল টুথপেস্ট। তবে সাদা টুথপেস্ট চাই। রঙিন জেল টুথপেস্ট কাজ হবে না। কী করে করবেন, জেনে নিন।
প্রতীকী ছবি।
১। প্রথমে নখ কেটে ফাইলার দিয়ে ভাল করে ঘষে নখের আকার ঠিক করে নিন।
২। এর পর টুথপেস্ট নখে লাগিয়ে নিন। পাতলা করে লাগালেই চলবে। হয়ে গেলে ১০ মিনিট রেখে দিন।
৩। এ বার একটি ব্রাশ দিয়ে (নেল ব্রাশ না থাকলে পুরনো টুথব্রাশও ব্যবহার করতে পারেন) নখগুলি ভাল করে ঘষে নিন। এতে নখের স্বাস্থ্য ভাল হবে এবং নখের রং আরও উজ্জ্বল হবে।
৪। এ বার তুলো জলে ভিজিয়ে ভাল করে নখ পরিষ্কার করে নিন। একই পদ্ধতি কয়েক দিন পর পর করলে নখের স্বাভাবিক রং ফিরে আসবে।
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy