মেকআপ মানেই বলিউডের নায়িকাদের ছোঁয়া থাকবে না, তা কী করে হয়! সাজগোজ বিষয়টা পুরোটাই নির্ভর করে আপনি কেমন করে তাকে বহন করছেন, তার উপর। ইদানীং সব বলি অভিনেত্রীকেই দেখা যাচ্ছে নামমাত্র রূপটানে নজর কাড়তে। আপনিও যদি কম মেকআপেই মোহময়ী হয়ে উঠতে চান, তা হলে কিছু কৌশল শিখে নিতে হবে।
কম বা 'নো মেকআপ'-এর কিছু টিপ্স
অনেকের ধারণা, খুব সাজগোজ ছাড়া বুঝি ভিড়ের মধ্যে নজরে আসা যায় না! আধুনিক সাজগোজ কিন্তু ঠিক এর উল্টো কথাই বলছে। এমন ভাবে রূপটান করতে হবে, যেন দেখে মনেই না হয় আপনি মেকআপ করেছেন। বি-টাউনের অনেক তারকাই ইদানীং এই নো মেক আপ লুকে প্রকাশ্যে আসছেন।
নো মেকআপ লুক
নো মেকআপে হালকা ফাউন্ডেশনের সঙ্গে হালকা হাইলাইটার ব্যবহার করা হয়, সঙ্গে থাকে ম্যাট লিপস্টিক। ন্যুড মেকআপে কিন্তু বেস মেকআপ করা হয়, চোখের পল্লবে আইলাইনার আর মাস্কারার ছোঁয়াও থাকে।
ময়েশ্চারাইজ়ার ভুললে চলবে না
মুখ পরিষ্কারের পরে ময়েশ্চারাইজ়ার অবশ্যই লাগাতে হবে। জেল দেওয়া কোনও ময়শ্চেরাইজ়ার ব্যবহার করলে ভাল হয়। এমন ময়েশ্চারাইজ়ার দিয়ে ভাল করে ত্বকে মালিশ করে নিতে হবে। দিনের বেলায় বাইরে বেরোতে হলে সানস্ক্রিন লাগাতেই হবে।
আরও পড়ুন:
চোখের সাজে অভিনবত্ব
একটা সময়ে স্মোকি আইশ্যাডো জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ধূসর আর গাঢ় কালো রঙের আইশ্যাডো মিলিয়ে তৈরি করা হতো সেই সাজ। মেকআপের দুনিয়ায় এখন বাদামিই নতুন ‘ধূসর বর্ণ’। স্মোকি আইজ়-এর জায়গা নিয়েছে বাদামি রঙের আইশ্যাডোর উপরে হালকা ঝিলিক দেওয়া শিমার। এই সাজের সঙ্গে ঠোঁটে থাকবে গোলাপি গ্লসি লিপস্টিক, ঘন মাসকারা। হাইলাইটার এবং ব্লাশ ইচ্ছেমতো। চাইলে একটু বাড়তি হলেও অসুবিধা নেই।
নিখুঁত ভ্রু
নো-মেকআপ সাজের জন্য ভ্রু খুব ঘন করে আঁকলে ভাল লাগে না, তাই যাদের পাতলা ভ্রু তাঁরা হাল্কা বাদামি ব্রাও পেন্সিল দিয়ে এঁকে নিতে পারেন ভ্রু, সঙ্গে স্বচ্ছ ব্রাও জেল দিয়ে ভ্রু আঁচড়ে নিন - শুভজিৎ দে মনে করেন এতেই হবে কেল্লাফতে।
স্পট কনসিলর জরুরি
সারা মুখে কনসিলর নয়। কেবল মাত্র চোখের তলায়, ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে এমন জায়গাতেই কনসিলার লাগিয়ে নিন। তার পর খুব সামান্য মাত্রায় সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করে নিতে হবে।
লিপস্টিক না লিপবাম
ন্যুড শেডের লিপস্টিক ও গ্লস লাগিয়ে নিলেই আপনার নো মেক আপ লুক তৈরি! তবে এ ক্ষেত্রে ম্যাট নয় হালকা গ্লসি লিপ শেড ব্যবহার করুন। মেক আপ শেষে ফের সেটিং স্প্রে লাগিয়ে নিন। লিপস্টিক না লাগাতে চাইলে লিপবামও লাগাতে পারেন।