যত দামি রং-ই করান না কেন, সপ্তাহ দুয়েক পর আবার চুলের গোড়া থেকে পাকা চুল উঁকি মারতে শুরু করে। সেই সমস্যা সমাধান করতে বার বারই চুলে রং করাতে হয়। কিন্তু এত ঘন ঘন চুলে রাসায়নিক দেওয়া রং করালে তার প্রভাব যে কতটা খারাপ হবে, তা বলে বোঝানোর নয়। , বার বার চুলে রং করালে আর কিছু হোক না হোক, চুলের ঘনত্ব এবং মান নষ্ট হবে। এই ধরনের রঙের মধ্যে অ্যামোনিয়া, হাইড্রোজেন পারঅক্সাইডের মতো রাসায়নিক থাকে, যা চুলের স্বাভাবিক প্রোটিন নষ্ট করে দেয়। ফলে চুল পড়ার সমস্যা বেড়ে যায়। মাথার ত্বকে অ্যালার্জি হওয়াও অস্বাভাবিক নয়। তাই রাসায়নিক মেশানো হেয়ার ডাই নয়, চুল রং করতে ব্যবহার করুন কফি।
কফিতে থাকা ক্যাফিন ও অ্যান্টি-অক্সিড্যান্ট চুলের গোড়া মজবুত করে। কফি চুলের স্বাভাবিক মেলানিন উৎপাদনেও সাহায্য করে।
কফি দিয়ে চুল রং করবেন কী উপায়ে?
উপকরণ
২ চা-চামচ ইনস্ট্যান্ট কফি
আধ কাপের কন্ডিশনার
মেশানোর জন্য একটি পাত্র
ব্রাশ
প্রণালী
কফির সঙ্গে কন্ডিশনার মিশিয়ে নিন। ঘন মিশ্রণ তৈরি করতে হবে। এ বার তা চুলে লাগিয়ে ৩০ মিনিট অপেক্ষা করে হালকা কোনও শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে নিতে হবে। সপ্তাহে অন্তত এক বার করে কফি ব্যবহার করতে পারেন।
আরও পড়ুন:
কী উপকার হবে?
কফি যেহেতু প্রাকৃতিক উপাদান, তাই চুলের ক্ষতি হবে না। কফির সঙ্গে কন্ডিশনার থাকায় চুল রুক্ষ হবে না। দোকান থেকে কেনা হেয়ার ডাই বেশি ব্যবহার করলে চুল খুব রুক্ষ ও শুষ্ক হয়ে যায়। সেই সঙ্গেই চুল পড়ার সমস্যা বাড়ে। কিন্তু কফি ব্যবহার করলে চুলের প্রাকৃতিক মেলানিন নষ্ট হবে না। ব্যবহার করতে শুরু করলে দেখবেন চুলের স্বাভাবিক রং ফিরছে এবং জেল্লাও বাড়ছে।