মনে পড়ে ‘দিল চাহতা হ্যায়’-এর প্রীতি জিন্টার চরিত্রের কথা? হালকা ভিজে কোঁকড়ানো চুল দেখে মনে হচ্ছিল, এই বুঝি স্নান করে বেরোলেন নায়িকা। ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত ছবি কিন্তু ফ্যাশনদুনিয়ার জন্য অনেক নজির গড়ে গিয়েছে। প্রীতির মতো তরতাজা এবং সতেজ লুক পেতে চান আপনিও? কেমন হবে যদি সারা দিন বাড়ির বাইরে থেকেও ঠিক তেমনই দেখায় আপনাকে? গ্রীষ্মের দাবদাহে নিজেও আরাম পাবেন, অন্যের চোখকেও প্রশান্তি দিতে পারবেন।
‘দিল চাহতা হ্যায়’ ছবিতে আমির খান এবং প্রীতি জিন্টা। ছবি: সংগৃহীত।
কী ভাবে এই ‘ওয়েট হেয়ার লুক’ পেতে পারেন?
আপনার চুলের ধরন অনুযায়ী এই লুকটি তৈরি করা যায়। চুল পাতলা না কি ঘন, সেই অনুযায়ী দু’টি পদ্ধতি রয়েছে। তবে দু’টি পদ্ধতির জন্যই চারটি পণ্যের দরকার।
· জট ছাড়ানোর সিরাম
· স্টাইলিং-স্প্রে বা স্প্রে জেল
· লিভ-ইন কন্ডিশনার
· শাইন বা গ্লসিং স্প্রে
পাতলা চুলে ‘ওয়েট হেয়ার লুক’
ভিজে চুলে শুরু করতে হবে। স্নান করে বেরিয়ে কেবল তোয়ালে দিয়ে হালকা করে মুছে নিতে পারেন। অথবা স্প্রে দিয়ে ভিজিয়ে নিতে পারেন চুল। তার পর জট ছাড়ানোর সিরাম মেখে নিন। হাতে সিরাম নিতে চুলের আগা থেকে গোড়া পর্যন্ত সমান ভাবে মাখতে হবে। এর পর পরিমাণ মতো স্প্রে জেল বা স্টাইলিং স্প্রে নিয়ে সারা চুলে একটি আস্তরণ তৈরি করতে হবে। চুলের ঢেউ যে দিকে সে ভাবেই হাত বুলিয়ে মাখতে হবে। এর পর হাওয়ায় মাথা শুকিয়ে নিতে হবে। শেষে গ্লসিং স্প্রে ছিটিয়ে নিলেই পেয়ে যাবেন ‘ওয়েট হেয়ার লুক’।
আরও পড়ুন:
ঘন চুলে ‘ওয়েট হেয়ার লুক’
ভিজে নয়, ঘন হলে শুকনো চুলে এই কেশসজ্জা শুরু করতে হবে। তার কারণ, চুলের পণ্যগুলি ঘন চুলে এমনিই বেশি পরিমাণে শোষিত হয়। জলে মিশিয়ে শোষণ করানোর প্রয়োজন পড়ে না। লিভ-ইন কন্ডিশনার মাখতে হবে প্রথমেই। ময়েশ্চারাইজ়িং লিভ-ইন কন্ডিশনার বেছে নিতে হবে, যেটি স্প্রে ফর্মুলা হিসেবে পাওয়া যায়। চুল ভিজে ভিজে হয়ে গেলে ওয়েট স্টাইলিং স্প্রে ছিটিয়ে দিতে হবে চুলে। সারা চুলে আস্তরণ তৈরি হবে। বাতাসে শুকিয়ে নিয়ে একেবারে শেষে গ্লসিং স্প্রে দিয়ে ‘ওয়েট হেয়ার লুক’ এনে ফেলুন চুলে।