নেলপলিশ তো পরে নিলেন। কিন্তু দু’দিন পরেই দেখলেন নখ থেকে খোসার মতো উঠতে শুরু করেছে নেলপলিশের স্তর। চার দিনের মাথায় তা এমন দেখতে হল যে, আপনার মনে হল এর থেকে নেলপলিশ না পরা ভাল ছিল। তবে কয়েকটি টিপস মেনে চললে এই সমস্যা এড়ানো সম্ভব।
পাতলা স্তর : কখনওই নেলপলিশের মোটা স্তর লাগাবেন না। মোটা স্তর তাড়াতাড়ি উঠে যায় বা ফাটা ধরে। বরং, দুই থেকে তিনটি পাতলা স্তর দিন।
প্রতিটি কোটের মাঝে সময় দিন: একটি স্তর লাগানোর পর পরের স্তর লাগানোর আগে কমপক্ষে ২ মিনিট সময় দিন যাতে প্রথম স্তরটি শুকিয়ে যায়। তাড়াহুড়ো করলে পলিশ সহজে উঠে যেতে পারে।
ক্যাপ করুন: প্রতিটি স্তর (বেস কোট, কালার কোট এবং টপ কোট) লাগানোর সময় নখের একদম সামনের ডগা বা কিনারা বরাবর আলতো করে ব্রাশ চালিয়ে দিন। এই পদ্ধতিকে 'ক্যাপিং দ্য টিপ' বলা হয়, যা জল বা বাতাসের কারণে নেলপলিশ উঠে যাওয়া থেকে নখের প্রান্তকে রক্ষা করে।
টপ কোট ব্যবহার করুন: কালার কোট শুকিয়ে গেলে অবশ্যই একটি ভাল মানের টপ কোট দিন। এটি নেলপলিশকে একটি অতিরিক্ত সুরক্ষার স্তর দেয় এবং জল বা আঘাত থেকে রক্ষা করে।
প্রথম কয়েক ঘন্টা জল এড়িয়ে চলুন: নেলপলিশ লাগানোর পর কমপক্ষে কয়েক ঘন্টা জল বা গরম জলের সংস্পর্শ এড়িয়ে চলুন। পলিশ পুরোপুরি শুকাতে প্রায় ২৪ ঘণ্টা সময় লাগতে পারে।
দু-তিন দিন পর টপ কোট দিন: নেলপলিশের উজ্জ্বলতা ও স্থায়িত্ব বজায় রাখতে প্রতি দুই দিন অন্তর একবার করে টপ কোটের একটি পাতলা স্তর লাগান। এটি পুনরায় সুরক্ষা স্তর তৈরি করে।
নখকে ময়েশ্চারাইজড রাখুন: নখ ও কিউটিকল শুষ্ক হয়ে গেলে পলিশ চিপিং হতে পারে। অর্থাৎ উঠে যেতে পারে। তাই নিয়মিত হ্যান্ড ক্রিম ব্যবহার করুন।
গ্লাভস ব্যবহার করুন : ঘরোয়া কাজ, যেমন বাসন মাজা, কাপড় কাচা বা ঘর মোছার সময় অবশ্যই রাবার গ্লাভস ব্যবহার করুন। সাবান, ডিটারজেন্ট এবং দীর্ঘক্ষণ জলে হাত ডুবিয়ে রাখলে নেলপলিশ দ্রুত নষ্ট হয়ে যায়।