মাঝেমাঝেই মেঘলা করে আসছে আকাশ। চারিদিক অন্ধকারে ঢেকে যাচ্ছে। কিন্তু এমন মরসুমে মাঝেমাঝেই প্রিয়জনের হাত ধরে বেরিয়ে পড়তে ইচ্ছে হয়। অনেকে আবার বেরিয়েও পড়ছেন। গন্তব্য কাছে হোক বা দূরে, একটু সাজগোজ করলে মন ভালই লাগে। বেড়াতে না গেলেও শীত হোক বা বর্ষা কাজের প্রয়োজনে তো বাইরে বেরোতেই হয়। আর বাইরে বেরোলে টুকিটাকি মেকআপ করতেই হয়। একে বর্ষা, তার উপর ঘাম। বর্ষাকালে মেকআপ গলে যাওয়ার একটা ভয় থেকেই যায়। এমন আবহাওয়ায় মেকআপ টিকিয়ে রাখতে কোন বিষয়গুলি মাথায় রাখবেন?
বর্ষাকালে মেকআপের জন্য ওয়টারপ্রুফ আইলাইনার ব্যবহার করুন। ছবি: সংগৃহীত।
১) সবার আগে ত্বককে আর্দ্র রাখার জন্য ওয়াটার বেস্ড, নন গ্রিসি ময়শ্চারাইজ়ার (তেল কম আছে এমন ময়শ্চারাইজ়ার) লাগিয়ে নিন। এর পর মেকআপ ধরে রাখতে ম্যাটিফায়িং প্রাইমার ব্যবহার করুন।
২) বর্ষাকালে মেকআপের জন্য ওয়টারপ্রুফ আইলাইনার, স্মাজপ্রুফ কাজল, লং লাস্টিং মাস্কারা ব্যবহার করুন। এই সময় সাধারণ আইশ্যাডোর বদলে ক্রিম বেস্ড আইশ্যাডো ব্যবহার করুন।
৩) এই মরসুমে হেভি ফাউন্ডেশন অর্থাৎ ত্বকের উপর মোটা পরত পড়বে এমন ফাউন্ডেশন ব্যবহার করা চলবে না। বদলে লাইটওয়েট ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করুন। এই ফাউন্ডেশন ত্বকের সঙ্গে ভাল ভাবে মিলিয়ে যায়। ফাউন্ডেশটিও যেন অয়েল ফ্রি হয় সেই বিষয় খেয়াল রাখুন।
৪) গরমে তো বটেই, বর্ষাকালেও অনেক সময় ঘাম আর আর্দ্রতার কারণে লিপস্টিক গলে যায়। এক্ষেত্রে সবচেয়ে ভাল হয় যদি ম্যাট লিপস্টিক পরেন। এই ধরনের লিপস্টিক ঠোঁটে অনেক ক্ষণ থাকে। সহজে মুছে যায় না। তাই বর্ষায় সব সময় চেষ্টা করুন ম্যাট লিপস্টিক পরার।
৫) বর্ষায় মুখে গোলাপি আভা আনতে পাউডার ব্লাশের বদলে ক্রিম ব্লাশ ব্যবহার করুন। এই প্রকার ব্লাশ ত্বকে ভাল ভাবে মিলিয়ে যাবে, আর ঘাম কিংবা জলে মেকআপের ক্ষতিও হবে না।