Advertisement
০৩ মে ২০২৪
Chemical-Free Lipstick

আপনাকে দেখে খুদেও ঠোঁট রাঙাতে চায়? সামান্য কয়েকটি উপকরণ দিয়ে বাড়িতে তৈরি করুন লিপস্টিক

বছরে এক-আধটা দিন শাড়ি পরলে শিশুর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দেন। কিন্তু মনের মধ্যে ভয়ও থাকে। কারণ, সেই প্রসাধনীটি শিশুর ত্বকের জন্য নিরাপদ কি না জানেন না।

Image of Kid

— প্রতিনিধিত্বমূলক ছবি।

আনন্দবাজার অনলাইন ডেস্ক
কলকাতা শেষ আপডেট: ২০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২২
Share: Save:

বড়দের সাজতে দেখলে বাড়ির খুদেরাও বায়না জুড়ে বসে। একেবারে ছোট থাকতে খুদের মুখে পরিষ্কার ব্রাশ ঘষে ‘মিছিমিছি’ মেকআপ করে দিতে পারতেন। কিন্তু একটু বড় হওয়ার পর সেই খুদেকে উল্টোপাল্টা বুঝিয়ে আর ভুলিয়ে রাখা যায় না। আয়নার সামনে দাঁড়িয়ে ঠোঁট লাল হল কি না তা বোঝার মতো চোখ তত দিনে হয়ে যায়। বছরে এক-আধটা দিন শাড়ি পরলে শিশুর ঠোঁটে হালকা লিপস্টিক লাগিয়ে দেন। কিন্তু মনের মধ্যে ভয়ও থাকে। কারণ, সেই প্রসাধনীটি শিশুর ত্বকের জন্য নিরাপদ কি না জানেন না। এ দিকে, শিশুর ত্বকের জন্য আলাদা করে প্রস্তুত করা প্রসাধনী ছাড়া অন্য কিছু তাকে মাখতে দেন না। অথচ, ঠোঁটে বড়দের লিপস্টিক মাখান। এই ধরনের লিপস্টিকে রাসায়নিক থাকে। সেই সব রাসায়নিক থেকে শিশুদের ত্বকের ক্ষতি হতেই পারে। এখনও পর্যন্ত বাচ্চাদের ত্বকের জন্য নিরাপদ লিপস্টিক তো কিনতে পাওয়া যায় না। তবে একেবারে প্রাকৃতিক কিছু উপাদান দিয়েই তা বাড়িতে তৈরি করে ফেলা যায়।

কোন কোন উপাদান দিয়ে তৈরি করবেন লিপস্টিক?

উপকরণ:

বিট: ১টি

মোম: ১ চা চামচ

শিয়া বাটার: ১ টেবিল চামচ

কাঠবাদামের তেল: ১ টেবিল চামচ

এসেনশিয়াল অয়েল: কয়েক ফোঁটা

Beet

ছবি: সংগৃহীত।

পদ্ধতি:

১) বিটের খোসা ছাড়িয়ে, কেটে ভাল করে ধুয়ে রাখুন।

২) এ বার বিটের টুকরোগুলো ব্লেন্ডারে দিয়ে মিহি করে পেস্ট তৈরি করে নিন। চাইলে সামান্য জল দিতে পারেন। ভাল করে ছেঁকে নিন।

৩) কড়াইতে বিটের রস, কাঠবাদামের তেল, শিয়া বাটার এবং মোম দিয়ে ভাল করে মিশিয়ে নিন। আঁচ একেবারে আস্তে করে রাখুন।

৪) সমস্ত উপকরণ ভাল করে মিশে গেলে গ্যাস বন্ধ করে দিন। এ বার উপর থেকে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

৫) পরিষ্কার কাচের পাত্র বা শেষ হয়ে যাওয়া লিপস্টিকের টিউবের মধ্যে ওই মিশ্রণ ঢেলে রাখুন। পছন্দের পাত্রে ঢেলে ফ্রিজে রাখুন। জমে গেলেই রাসায়নিক মুক্ত লিপস্টিক তৈরি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Lipstick Makeup Hacks beetroot
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE