আয়নার সামনে দাঁড়িয়ে মনে হল চুল বড় রুক্ষ্ম হয়ে গিয়েছে। ভাবলেন শোয়ার আগে চুলে ভাল ভাবে তেল মেখে নিলেই সমস্যার সমাধান হবে। সেই মতো রাতে ভাল করে আর বেশি করে তেল দিয়ে মাথার চুল তেল চুপচুপে করে ভিজিয়ে মাথায় একটি সুতির ক্যাপ বেঁধে ঘুমোতে গেলেন সকালে উঠে নরম চুল পাওয়ার কথা ভেবে। কিন্তু কার্যক্ষেত্রে দেখা গেল, তা হল না। চুল নরম হওয়ার বদলে তাতে এল চিটচিটে ভাব। চিরুনি দিয়ে আঁচড়াতে গেলে জট পড়ে ছিঁড়েও গেল কয়েক গোছা।
যাঁরা নিয়মিত চুলের যত্ন নিতে পারেন না বা চুলের যত্ন নেওয়া বললে যাঁরা শুধু শ্যাম্পু আর কন্ডিশনার ব্যবহার করা বোঝেন, দীর্ঘ দিনের অযত্নে তাঁদের চুলের এমন হাল হওয়া অস্বাভাবিক নয়। আর যখন অবস্থা এত দূরে পৌঁছয় তখন টনক নড়ে। চুলের যত্ন নেওয়ার ইচ্ছে জাগে। এমন পরিস্থিতিতে চুলে তেল দিতেই পারেন তবে অস্ট্রিলিয়ার এক ট্রাইকোলজিস্ট এবং ইনস্টাগ্রামপ্রভাবী জানাচ্ছেন, চুলে তেল দিয়ে কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে।
১. তেল হালকা গরম করে নিন
তেল সামান্য গরম করে নিন। হালকা গরম তেল মাথার ত্বকে দ্রুত প্রবেশ করে এবং রক্ত সঞ্চালন বৃদ্ধিতে সাহায্য করে।
২. চুল আঁচড়ে জট মুক্ত করুন
তেল মাখার আগে একটি মোটা দাঁতের চিরুনি দিয়ে আলতোভাবে চুল আঁচড়ে জট ছাড়িয়ে নিন। তেল দেওয়ার পর চুল নরম হয়ে যায়। তাই পরে আঁচড়ালে চুল উঠতে পারে।
৩. মাথার ত্বকে তেল মাখুন
আঙুলের ডগায় সামান্য তেল নিয়ে চুলের গোড়ায় বিলি কেটে কেটে লাগান। আলতো ভাবে ম্যাসাজ করুন। জোরে জোরে ঘষবেন না। নখ ব্যবহার না করে আঙুলের নরম অংশ দিয়ে ৫-১০ মিনিটের জন্য বৃত্তাকারে মাসাজ করুন। এতে মাথার ত্বকে রক্ত সঞ্চালন বাড়ে, যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে।
৪. চুলের ডগায় অতিরিক্ত তেল নয়
স্ক্যাল্পে তেল দেওয়ার পর হাতে যেটুকু তেল লেগে থাকবে, সেটুকুই চুলের মাঝখান থেকে শুরু করে ডগা পর্যন্ত হালকাভাবে বুলিয়ে দিন।
৫. চুল বেঁধে নিন
তেল মাখার পর চুল খুলে রাখবেন না। কারণ, তা হলে বালিশে লেগে চুলে আরও ময়লা জমাবে। আলতোভাবে একটি ঢিলে বিনুনি বা খোঁপা করে নিন। আঁট করে চুল বাঁধবেন না, তাতে চুলের গোড়ায় টান পড়ে ক্ষতি হতে পারে।
তেল কতক্ষণ রাখবেন?
শুষ্ক বা স্বাভাবিক চুলের জন্য: সারা রাত (৮-১০ ঘণ্টা) তেল রাখা যেতে পারে। তার পরে শ্যাম্পু করে নিন।
মাথার ত্বক তৈলাক্ত হলে : অতিরিক্ত তেলচিটে ভাব এড়াতে ৪-৫ ঘণ্টার বেশি তেল না রাখাই ভালো। সকালে শ্যাম্পু করে নিন।
অন্তত দু’বার শ্যাম্পু করুন। তা না হলে চুলে চিটচিটে আঠালো ভাব থেকে যাবে।