চুলে স্পা করিয়েছেন কখনও? বা কেবল ছবি দেখেছেন? মাথার উপর মস্ত বাটির মতো বস্তু বসিয়ে দেওয়া হয়, লক্ষ করেছেন? সেটি হল চুলে, মাথার ত্বকে স্টিম বা বাষ্প নেওয়ার কৌশল। চুলে স্টিম বা বাষ্প কেন নেওয়া হয় জানেন?
চুলকে ময়েশ্চারাইজ় করে: চুল অত্যন্ত শুষ্ক হয়ে গেলে আগা ফেটে যাওয়া, ভাঙন ধরার মতো সমস্যা বৃদ্ধি পায়। সামগ্রিক ভাবে চুলের স্বাস্থ্য খারাপ হতে থাকে। এ সময়ে চুলে স্টিম নিলে ভাল ভাবে ময়েশ্চারাইজ় করা হতে পারে। একটি ভাল সিরাম মেখে স্টিম নিতে পারেন।
মাথার ত্বককে সুস্থ রাখে: স্টিম নিলে মাথার ত্বকের ছিদ্রগুলি খুলে যায়। এর পর চুলে তেল মাখুন বা ঘরে বানানো মাস্ক— মাথার ত্বকে ভাল ভাবে শোষিত হতে পারে পুষ্টি-উপাদানগুলি। স্টিমিংয়ের ফলে চুলের কিউটিকলের স্তর খুলে যায় বলে মাথার ত্বকে সিরাম বা তেলও ভাল শোষিত হয়। মাথার ত্বক ভাল থাকলে চুল গজানোর প্রক্রিয়ার গতি বাড়ে। তা ছাড়া মাথার ত্বক থেকে ক্ষতিকারক টক্সিন বার করে দিতেও সাহায্য করে এবং মাথার ত্বকে কোলাজেন উৎপাদন বৃদ্ধি করে।
চুলে স্টিম বা বাষ্প কেন নেওয়া হয় জানেন? ছবি: সংগৃহীত।
রক্ত সঞ্চালন উন্নত করে: মাথার ত্বক বাষ্পের সংস্পর্শে এলে রক্ত সঞ্চালন ভাল হয়। মাথার ত্বকে তাপ প্রয়োগ করলে রক্তনালিগুলি প্রসারিত হয়, যার ফলে আর্দ্রতা এবং রক্ত সঞ্চালন বৃদ্ধি পায়। এই প্রক্রিয়ায় চুলের ফলিকলগুলির স্বাস্থ্য ভাল হবে, মজবুত হবে।
চুলের স্থিতিস্থাপকতা বাড়ায়: শুষ্ক এবং ছিদ্রযুক্ত চুলের ক্ষেত্রে স্থিতিস্থাপকতা থাকে না। শুষ্ক রুক্ষ চুলকে প্রসারিত বা সঙ্কুচিত করলে চুলে ভাঙন ধরে যায়। তাই নিয়মিত স্টিমিং করলে আপনার চুল আরও আর্দ্রতা শোষণ করতে পারে। এতে স্থিতিস্থাপকতা বৃদ্ধি পাবে।
আপনি ভাবছেন, ত্বকে স্টিম দিতে হলে বার বার সালোঁয় গিয়ে হাজার হাজার টাকা খরচ হবে। কিন্তু বাড়িতেও সহজে স্টিম নেওয়ার ব্যবস্থা করা যায়। জেনে নিন কৌশল।
বাড়িতে কী ভাবে স্টিম নেবেন চুলে?
মাসে এক বার করে চুল এবং মাথার ত্বক গভীর ভাবে পরিষ্কার করতে স্টিম নেওয়া উচিত। বাড়িতে চুলে বাষ্প নেওয়ার জন্য দু’টি কৌশল প্রয়োগ করতে পারেন।
১। হাতে ধরা স্টিমার
· মাথার ত্বকে এবং চুলে তেল বা সিরাম লাগিয়ে নিন।
· স্টিমার চালিয়ে দিন। তাপমাত্রা যেন সহনশীল হয়। অতিরিক্ত গরম হয়ে গেলে জ্বালা হতে থাকবে।
· স্টিমারটি মাথার ত্বকের কাছাকাছি নিয়ে আসুন। মাথার চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে তাপের সংস্পর্শে আনুন।
· ২০ মিনিট ধরে স্টিম নিন চুলে। আর্দ্রতা শুষে নিতে দিন।
· স্টিমিং শেষ হওয়ার পর ঠান্ডা হতে দিন মাথা।
· তার পর ঠান্ডা জল দিয়ে চুল ভাল করে ধুয়ে ফেলুন।
স্টিমার দিয়ে সালোঁর মতো কোমল চুল পেয়ে যাবেন বাড়িতেও। ছবি: এআই।
২। তোয়ালে
· হালকা ভেজা চুলে ভাল করে তেল মাখুন।
· একটি শাওয়ার ক্যাপ পরে নিন।
· একটি তোয়ালে গরম জলে ভিজিয়ে রাখুন খানিক ক্ষণ।
· জল থেকে তুলে তোয়ালে চেপে নিন।
· গরম তোয়ালেটি শাওয়ার ক্যাপের উপর মুড়ে দিন।
· পুরো মাথাটি প্লাস্টিকের ব্যাগ দিয়ে ঢেকে ২০-৩০ মিনিটের জন্য রেখে দিন।
· মাথা ঠান্ডা হয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন চুল।