বুধবার, ২৫ মে ৫০ বছরের জন্মদিন উদ্যাপন করলেন পরিচালক কর্ণ জোহর। পঞ্চাশতম জন্মদিনে মুম্বইয়ের যশ রাজ স্টুডিওতে তিনি করেছিলেন বিরাট পার্টির আয়োজন। সেই পার্টিতে বলি তারকাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কাজল থেকে ক্যাটরিনা, সলমন থেকে শাহিদ— সেই পার্টি যেন ছিল চাঁদের হাট। পাপারাৎজির ক্যামেরায় ফ্রেমবন্দি হয়েছেন তারকারা। কেমন ছিল তাঁদের সাজপোশাক? রইল তারই ঝলক।