ঋতু আসে, ঋতু যায়। এই ভাবেই একদিন মফস্বল থেকে শহরের উপকণ্ঠে ছড়িয়ে পড়ে শীতের আমেজ। ত্বকের যত্ন থেকে শুরু করে সাজপোশাক—শীতে বদল ঘটে সবকিছুর। এমনকি, শীতের রূপটানেও থাকে আলাদা বিশেষত্ব। তার উপর শীতকাল জুড়ে নানা উৎসবের সমারোহ। এই শীতকালীন উৎসবে রূপটানে নজরকাড়তে সেজে উঠুন এই ভাবে।
ঠোঁট রাঙান গাঢ় লিপস্টিকে:
বিয়েবাড়ি হোক বা যেকোনও আনন্দ অনুষ্ঠানে এই শীতে ত্বক নয়, নজরকাড়া করে তুলুন ঠোঁটকে। গাঢ় লাল অথবা অন্য কোনও লিপস্টিকে রাঙাতে পারেন ঠোঁট।