শুধু পুজোর কাজে নয়, গাঁদা ফুল কাজে লাগে ত্বকের পরিচর্যাতেও। আয়ুর্বেদ শাস্ত্রে ত্বকের কাটা ছেঁড়া বা জখম সারানোর জন্য গাঁদার পাতা ব্যবহার করার নিদান আছে। রূপটান শিল্পীরা বলছেন, গাঁদা ফুলও ত্বকের জন্য উপকারী। গাঁদার রস ত্বককে ঠান্ডা রাখতে পারে। তাই তা ব্রণর সমস্যায় কার্যকরী। একই সঙ্গে রোদে পুড়ে যাওয়া ত্বককেও স্বাভাবিক রঙে ফেরাতে সাহায্য করে গাঁদা।
বৈজ্ঞানিক তথ্য বলছে গাঁদা ফুলে ৮.৩৬ শতাংশ প্রাকৃতিক এসপিএফ। অর্থাৎ সূর্যের রোদ থেকে ত্বককে রক্ষা করার ক্ষমতা। এ ছাড়া রোদে পুড়ে ত্বকের যে কালচে ছোপ পড়ে, তা দূর করতে পারে গাঁদা। শুধু তা-ই গাঁদায় থাকা কিছু উপাদান ত্বকের তারুণ্য ধরে রাখার জন্য প্রয়োজনীয় কোলাজেন উৎপাদনে সাহায্য করে।
কী ভাবে ব্যবহার করবেন?
গাঁদা ফুল দিয়ে ফেস প্যাক বাড়িতেই তৈরি করে ব্যবহার করতে পারেন। তবে ব্যবহার করার আগে অবশ্যই হাতে প্যাচ টেস্ট করে দেখে নেবেন। ৩-৪ মিনিট রাখার পরে অস্বস্তি না হলে তবেই ব্যবহার করবেন মুখে।
দ্রুত ঔজ্জ্বল্য পেতে
উপকরণ: আধ কাপ গাঁদা ফুলের পাপড়ি, ৫ টেবিল চামচ গোলাপ জল, ১/৪ কাপ আপেলের শাঁস
প্রণালী: একসঙ্গে সবক’টি উপকরণ ভাল ভাবে মিক্সিতে বেটে নিন। মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এই মাস্কে সঙ্গে সঙ্গে ঝলমলে দেখাবে মুখ।
রোদে পোড়া ভাব তুলতে
উপকরণ: ১ টেবিল চামচ গাঁদার পাপড়ি বাটা, এক চিমটে হলুদ, ১ চা চামচ মালাই বা দুধের সর, ১ চা চামচ মধু।
প্রণালী: এক সঙ্গে ভাল ভাবে সব উপকরণ মিশিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন।