প্রয়াগরাজে মহাকুম্ভের মেলায় স্নান করতে যাচ্ছেন দেশের বিশিষ্ট মানুষজনও। অমিত শাহ, যোগী আদিত্যনাথ, শিল্পপতি গৌতম আদানি, বলিউডের নায়ক-নায়িকা, মন্ত্রী-সাংসদ, তারকারা তো বটেই দিন কয়েক আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও ডুব দিয়ে এসেছেন ত্রিবেণী সঙ্গমে। ১৪৪ বছর পরে বিশেষ যোগের কল্যাণে আয়োজিত মহাকুম্ভের ‘পুন্য অর্জন’ করতে চান সকলেই। দেখা গেল সেই পুন্য অর্জনের তালিকায় দেশের ধনকুবেরদের মধ্যে শ্রেষ্ঠ অম্বানীরাও রয়েছেন। মঙ্গলবারই মা কোকিলাবেন অম্বানী, দুই পুত্র এবং পুত্রবধূকে নিয়ে মহাকুম্ভে এসেছিলেন মুকেশ অম্বানী। সপরিবারে প্রয়াগে কুম্ভস্নান করলেন তাঁরা। অম্বানীরা প্রকাশ্যে এলে তাঁদের ছোট বৌমা রাধিকা মার্চেন্ট কী করলেন, কী পরলেন, সে দিকে নজর থাকে সকলেরই। কুম্ভেও পোশাকে নজর কাড়লেন তিনিই।

সপরিবারে কুম্ভে এসেছিলেন মুকেশ অম্বানী। ছবি: সংগৃহীত।
কুম্ভে যাঁরা স্নান করতে যাচ্ছেন, তাঁদের অধিকাংশেরই পরনে দেখা যাচ্ছে গেরুয়া বা লাল বা হলুদ রঙের পোশাক। রাধিকা তাঁর পোশাকের রং সম্ভবত ইচ্ছে করেই বেছে নিয়েছেন বিপরীত রঙের প্যালেট থেকে। তিনি পরেছিলেন গাঢ় নীল এবং সবুজের রংমিলন্তির সালোয়ার কামিজ়।

পোশাকটি অগোছালো ভাবে পরেছিলেন রাধিকা। তুলনায় অনন্ত অম্বানীর পোশাক অনেক গোছানো। টম্যাটো লাল কুর্তার উপরে মেরুন রঙের জ্যাকেট পরেছিলেন তিনি। ছবি: সংগৃহীত।
লাল-গেরুয়ার ভিড়ে রঙের জন্যই আলাদা করে চোখে পড়েছেন রাধিকা। তা নাহলে তাঁর পোশাকটি প্রথম দেখায় দারুণ চটকদার দেখাচ্ছিল এমন নয়। নকশাহীন সালোয়ার। রুপোলি সুতোর ভারী কাজ কামিজ়ে। সেই কামিজ়ও কিঞ্চিত ঢিলাঢালা। তার উপরে ওড়না যেমন তেমন ভাবেই ফেলে রেখেছিলেন রাধিকা। তবে পোশাকটি তিনি যেমন ভাবেই পরুন, সেটির দাম যে নেহাৎ কম নয়, তা জানতে খুব বেশি সময় লাগেনি।

জয়ন্তী রেড্ডির ওয়েবসাইটে দেখা যাচ্ছে রাধিকার পোশাকের দাম। ছবি: সংগৃহীত।
পোশাক শিল্পী জয়ন্তী রেড্ডির নকশা করা ওই সালোয়ার কামিজ়টির দাম ১ লক্ষ ৯ হাজার ৯০০ টাকা। সিল্কের তৈরি। এর মধ্যে কুর্তায় রয়েছে রুপোর জরির ঠাসা জরদৌসি কাজ। ওড়নার পাড়েও রয়েছে ঢেউ খেলানো রুপোলি জরির নকশা। পোশাক শিল্পীর ওয়েবসাইটে দাম-সহ ওই পোশাকের ছবিও ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই।
কুম্ভস্নানের জন্য রাধিকার পছন্দ করা পোশাক দেখে প্রশংসাই করেছেন সকলে। দাম শুনে তাঁরা বলেছেন, অম্বানীদের বৌমা লাখ টাকার পোশাক পড়বে সেটাই তো স্বাভাবিক!